অ্যাসাইনমেন্ট

৫ম সপ্তাহের- ৯ম শ্রেণি ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

৫ম সপ্তাহের- ৯ম শ্রেণি ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

 ৫ম সপ্তাহের- ৯ম শ্রেণি ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১-  ৫ম সাপ্তাহর অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রকাশ করা হয়েছে। আজকের এই আর্টিকেলে আমরা ৫ম সাপ্তাহর ৯ম শ্রেণির ভূগোল ও পরিবেশ অ্যাসইনমেন্টের সমাধান করব। যদি আপনারা ৯ম  শ্রেণির ভূগোল ও পরিবেশ অ্যাসইনমেন্টের এই উত্তর গুলাে অরুসরণ করেন তাহলে ১০০% মার্কস পাবেন। আরাে সকল সাপ্তাহর অ্যাসাইনমেন্টে পেতে আমাদের থাকবেন সাথে আশা করি।

প্রশ্ন:

প্রশ্ন ১) ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বল? ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নৎপাতের কারন ও ফলাফল বর্ণনা কর।

উত্তর:  ভূমিকম্প: পৃথিবীর কঠিন ভূত্বকের কোন কোন অংশ প্রাকৃতিক কোন কারনে কখনাে কখনাে অপ্ল সময়ের জন্য হঠাৎ কেঁপে উঠে। ভূত্বকের এরুপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে।

আগ্নেয়গিরি:  ভূত্বকের শিলাস্তর সর্বত্র একই ধরনের কঠিন বা গভির নয়। কোথাও নরম, কোথাও কঠিন। ভূত্বকের চাপ হলে সুড়ঙ্গের সৃষ্টি হয়।এই সুড়ঙ্গ দিয়ে ভূত্বকের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, ভষ্ম, জলীয় বাষ্প,উত্তপ্ত পাথরখন্ড, কাঁদা, ছাই ইত্যাদি প্রবলবেগে উপরে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠ ঐ ছিদ্রপথে বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উচু। মােচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে।

ভূমিকম্পের কারন: পৃথিবীর উপরিভাগ কতগুলাে প্লেট দ্বারা গঠিত। এই প্লেট সমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। অগ্নৎপাতের ফলে প্লেট সমূহের ভূমিকম্প সৃষ্টি হয়।

 

আগ্নেয়গিরি অগ্নৎপাতের কারন:

1)ভূত্বকের সুড়ঙ্গ দিয়ে ভূঅভ্যন্তরের গলিত ম্যাগমা, ভস্ম,ধাতু | প্রবলবেগে বের হয়ে অগ্নৎপাত ঘটায়।

2) ভূপৃষ্ঠের চাপ কমে গেলে শিলাগুলাে স্থিতিস্থাপক অবস্থা থেকে তরলে পরিনিত হয়।ফলে তরল স্থান ভেদ করে অগ্নৎপাতের সৃষ্টি করে।

3)রাসায়নিক বিক্রয়ায় তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে তাপ বৃদ্ধি | পাওয়ার কারনে অগ্নৎপাতের সৃষ্টি হয়।

4) আগ্নেয়গিরির লাভা উপরে উঠলে চারপাশে ভূত্বকের দূর্বল। | অংশে ভেদ করার কারনে অগ্নৎপাতের সৃষ্টি হয়।

5) অনেক সময় ভূত্বকের ফাটল দিয়ে খাল – বিল – সমুদ্রের পানি। | ভূগর্ভে প্রবেশ করে বাষ্পীভূত হয়। ইহা ও আরেকটি কারন।

ভূমিকম্পের ফলাফল:

১) ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটলের সৃষ্টি হয়। নদীর গতিপথ পাল্টে যায়।

২)পাহাড় – পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়।

৩) সমুদ্রতলে ডুবে যায় অনেক স্থলভাগ। ৪)ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় জলােচ্ছ্বাসে প্লাবিত হয়।

আগ্নেয়গিরির অগ্নৎপাতের ফলাফল:

1) আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারদিকে সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে।

2) সমদ্র তলদেশের আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দ্বীপের সৃষ্টি করে।

3) লাভা সঞ্চিত হতে হতে বিসতৃত এলাকা। নিম্ন সমভূমিতে পরিনত হয়।

প্রশ্ন ২) ধূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখ। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব | বিশ্লেষণ কর।

উত্তর: সধূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি:

প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব:

প্রথমত, জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়ে ভূমির উপর । আমরা জানি, ভূমি প্রাকৃতিক সম্পদ । একটি দেশের ভূমি সীমিত হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই দেশে উৎপাদন বৃদ্ধির প্রয়ােজন দেখা যায় । বেশি খাদ্য উৎপাদনের জন্য অধিক ভূমির প্রয়ােজন। মনে রাখতে হবে— অধিক ফসল চাষে উর্বরতা কমে যায় এবং মাটির জৈব উপাদান কমে যায়। আবার অধিক ফসলের জন্য অধিক কীটনাশক ব্যবহার করার কারনে মাটি দূষিত হয়।অন্যদিকে বন পাহাড় কেটে মাটির ক্ষয় বৃদ্ধি পায়। অতএব, ভূমির ব্যবহারে জনসংখ্যা ভারসাম্য থাকা জরুরী।

মানুষ বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। আমরা জানি, পৃথিবীর শতকরা ৭০ ভাগ পানি, কিন্তু পানির শতকরা ৯৭ ভাগ লােনা। দেখা যায়— শিল্পক্ষেত্রে রং, গ্রিজ, রাসায়নিক দ্রব্য যােগাযােগের ক্ষেত্রে। পানিতে তেল, বর্জ্য সংযুক্ত হচ্ছে। লােনা পানি তলদেশ প্রবেশ করছে যাহা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, সম্পদ ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য যেকোন দেশের সুষ্ঠু উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

 

 আপনাদের নবম শ্রেণির  5th week  ভূগোল ও পরিবেশ  অ্যাসাইনমেন্টের উত্তর।এটা দেখে দেখে সুন্দর করে খাতায় লেখেবেন। তাহলে আপনি ভাল একটা মার্কস্ পাবেন। ধন্যবাদ সবাইকে।

আরো দেখুন-

আধুনিক পর্যায় সারণী পর্যায় সারণি মনে রাখার সহজ উপায়

৪র্থ সপ্তাহ- ৯ম শ্রেণীর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১

৪র্থ সপ্তাহ- ৯ম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১

৬ষ্ঠ শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ – (৪র্থ সপ্তাহ)

সপ্তম (৭ম) শ্রেণির অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ (৪র্থ সপ্তাহ)

বাংলাদেশের সকল কলেজের EIIN নাম্বার | বাংলাদেশ শিক্ষা বোর্ড 2021

দিনাজপুর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

টেলিটক ফ্রী ইন্টারনেট অফার ২০২১ (Teletalk Free Internet Offer)

 

5 Comments

  1. I am not sure where you are getting your information, but good topic. I needs to spend some time learning much more or understanding more. Thanks for wonderful information I was looking for this information for my mission. Lorri Nye Kathye

  2. I together with my friends came looking at the nice tactics on your website then unexpectedly I got a terrible suspicion I had not thanked you for them. The young men became so glad to read through all of them and already have truly been tapping into them. Many thanks for truly being well kind as well as for utilizing varieties of ideal issues most people are really wanting to understand about. Our own honest apologies for not expressing appreciation to you sooner. Ginni Kimball Bolger

  3. After looking at a number of the blog articles on your web site, I truly appreciate your technique of blogging. I saved as a favorite it to my bookmark webpage list and will be checking back in the near future. Please visit my website as well and let me know your opinion. Maurita Otho Wilek

  4. Thank you so much, Nancy! You will have the opportunity to meet the little angel next month. You will fall in love! Feel a hug from me and know that I think of you often. Verla Kristos Cristian

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button