বিনোদন

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী লিরিক্স

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি লিরিক্স। আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কিত খুবই সুন্দর একটি গান। গানের কথা গুলোর মধ্যে রয়েছে ভাষার প্রতি প্রেম। সেইসাথে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা। গানটির কথাগুলো খুব সুন্দর হয় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। একুশে ফেব্রুয়ারীতে এই গানটি বাজানো হয়ে থাকে। সেই সাথে মিছিলে ব্যবহার করা হয় এই গান। সুতরাং গুরুত্বপূর্ণ এই গানটির বিষয়ে সাধারণ কিছু তথ্যের পাশাপাশি। গানের কথা দিয়ে সহযোগিতা করব আপনাদের।

একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালে কঠিন আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয় আমাদের মাতৃভাষা বাংলা। এদের জন্য বাংলার দামাল ছেলেদের জীবন দিতে হয়েছে রাজপথে। তাদের স্মৃতি স্মরণে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয়ে থাকে। আমরা মনে করি একুশে ফেব্রুয়ারি গানটি হয়তো থেকে যাবে আমাদের সাথে ও একুশে ফেব্রুয়ারি সাথে।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি লিরিক্স

এই গানটির লিরিক্স আমরা তুলে ধরব আপনাদের মাঝে। সেই সাথে গানটির বিষয়ে সাধারণ কিছু তথ্য আপনাদের জানার প্রয়োজন রয়েছে তাই আমরা এই তথ্য উল্লেখ করব। এই সাধারণ বিষয় গুলোর মধ্যে রয়েছে গানটির শিল্পী সুরকার ও গীতিকার কে রয়েছেন এই বিষয়গুলি। এই গানটির জনপ্রিয়তা এতটাই বিভিন্ন চাকরির পরীক্ষার সহ শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে এই প্রশ্নগুলো লক্ষ করা যায়। নিচে এই তথ্যগুলোর সাথে গানটির লিরিক্স তুলে ধরা হলো।

গানঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো
শিল্পীঃ সমবেত সংগীত
সুরকারঃ শহীদ আলতাফ মাহমুদ
গীতিকারঃ আব্দুল গাফফার চৌধুরী

আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।

সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button