পোস্ট কোড

নাটোর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড। নাটোর জেলা সম্পর্কে তথ্য

নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। জেলাটি ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার আয়তন। নাটোর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড। নাটোর জেলার পোস্ট কোড জানতে চেয়ে অনেকেই অনুসন্ধান করে। তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে আজকে আমরা এই পোস্টে সকল তথ্য নিয়ে এসেছি।

আপনারা যারা এই জেলার পোস্ট কোড জানতে চান তারা অবশ্যই আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন। কারণ আমরা এখানে উল্লেখ করেছি নাটোর জেলার পোস্ট কোড এবং এরিয়া কোড এর তথ্য। বর্তমান সময়ে পোস্ট কোড আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।

তাই আপনি যদি পোস্ট কোড না জানেন তাহলে তেমন সুবিধা করতে পারবেন। আপনারা যাতে খুব সহজেই নাটোর  জেলার পোস্ট কোড জানতে পারেন। তার জন্য আজকে আমাদের এই পোস্টে সকল তথ্য নিয়ে এসেছি।

বাংলাদেশ পোস্ট অফিস কোড

বাংলাদেশের ভিতরে অনেক ভালমানের পোস্ট অফিস রয়েছে। এবং প্রতিটি পোস্ট অফিস সরকারি নিয়ম অনুযায়ী ভালো সেবা দিয়ে যাচ্ছে। আপনি পোস্ট অফিস এর সাহায্যে বিভিন্ন ধরনের সেবা পেতে পারেন। তাই আজই চলে যান আপনার নিকটস্থ পোস্ট অফিসে।অনেকে বাইরের দেশ থেকে জিনিস আনার ক্ষেত্রে পোস্ট অফিসকে মাধ্যম হিসেবে ব্যবহার করে।

অনেক সময় চাকরির জরুরি চিঠি আমরা পোস্ট অফিসের মাধ্যমে আদান-প্রদান করে থাকি।তবে অবশ্যই আপনাকে সেই পোস্ট অফিসের পোস্ট কোড জানতে হবে। তাই প্রতিটি পোস্ট অফিসের পোস্ট কোড জানা অনেকের জন্যই গুরুত্বপূর্ণ।

নাটোর জেলার পোস্ট কোড

পোস্ট কোড এর প্রয়োজন পড়লে অনেকেই অনলাইনে অনুসন্ধান করেন এর কারণ, এই পোস্ট কোড গুলোর ব্যবহার কম থাকায় মনে রাখেন না অনেকেই। এক্ষেত্রে যারা পোস্ট কোড অনুসন্ধান করে আমাদের ওয়েবসাইটটিতে এসেছেন তারা অবশ্যই আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। আশাকরি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে সক্ষম হয়েছি আমরা।

বাংলাদেশের প্রায় সকল জেলার পোস্ট কোড রয়েছে আমাদের ওয়েবসাইটে। অনেক সময় ও শ্রম এর মধ্য দিয়ে এ পোস্ট কোড গুলো সংগ্রহ করতে আমরা সক্ষম হয়েছি। আশা করি আমাদের ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে সহযোগিতা নিতে পারেন। সুতরাং আমাদের পাশে থাকুন এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব যথাযথ সময়ে আপনার কমেন্টের উত্তর দেওয়ার।

                  থানা                         উপকার্যালয়                       পোস্ট কোড (ডাক সংকেত)

গোপালপুর Upo                       আব্দুলপুর                                       ৬৪২২

গোপালপুর Upo                 গোপালপুর U.P.O                                 ৬৪২০

গোপালপুর Upo                     লালপুর S.O                                     ৬৪২১

হারুয়া                              বড়াইগ্রাম                                       ৬৪৩২

হারুয়া                             দয়ারামপুর                                      ৬৪৩১

হারুয়া                                  হারুয়া                                        ৬৪৩০

হাতগুরুদাসপুর                   হাতগুরুদাসপুর                                 ৬৪৪০

লক্ষ্মণ                                  লক্ষ্মণ                                       ৬৪১০

নাটোর সদর                    বাইদ্দ্যাবল ঘরিয়া                                 ৬৪০২

নাটোর সদর                         দিঘাপাতিয়া                                     ৬৪০১

নাটোর সদর                            মাধনগর                                      ৬৪০৩

নাটোর সদর                         নাটোর সদর                                   ৬৪০০

সিংড়া                                    সিংড়া                                      ৬৪৫০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button