স্টাটাস

জুম্মা মোবারক ফেসবুক স্ট্যাটাস-জুম্মা মোবারক পিকচার/ছবি

প্রতিটা মুসলিমের জন্য জুম্মা মোবারক একটি বিশেষ দিন। সকলেই এই দিনে জামাতবদ্ধ হয়ে জুমার সালাত আদায় করেন মসজিদে। সকলেই পাঞ্জাবি টুপি পড়ে একটি ইসলামিক পরিবেশ গঠন করেন এই দিনে। অনেকটা ঈদের আনন্দ অনুভব হয় এই দিনে। স্কুল-কলেজ-মাদ্রাসা সহ অফিস-আদালত ব্যবসা-বাণিজ্য বন্ধ করে এই দিনে সকলেই জামাতের সাথে সালাত আদায় করেন। আর এই জুম্মা মোবারক সম্পর্কে অনেকেই তাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সহ পরিবারের মানুষদের জুম্মা মোবারক এর শুভেচ্ছা জানিয়ে থাকেন। এছাড়াও সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে স্ট্যাটাস এর মাধ্যমে ফেসবুক বন্ধুদের জুম্মা মোবারক এর শুভেচ্ছা জানান। আর আজকে আমরা এই পোস্টে আপনাদের জুম্মা মোবারক স্ট্যাটাস এবং ক্যাপশন দিয়ে সহযোগিতা করবো।

প্রায় সকলেই জুম্মা মোবারক সম্পর্কে ফেসবুক স্ট্যাটাস এবং ক্যাপশন অনুসন্ধান করেন। এটি নিঃসন্দেহে একটি ভাল কাজ আপনি আপনার বন্ধুদের স্ট্যাটাসের মাধ্যমে জুম্মা মোবারক সম্পর্কে জানাচ্ছেন। এ কারণেই আমরা জুম্মা মোবারক সম্পর্কে বিশেষ স্ট্যাটাস গুলো নিয়ে উপস্থিত হয়েছি যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন।

জুম্মা মোবারক স্ট্যাটাস

ফেসবুকের এই যুগে সকলেই বিভিন্ন ধরনের স্ট্যাটাস করে থাকেন ফেসবুকে। তাই আজকে আমরা একটি ইসলামিক অর্থাৎ ধর্মীয় বিষয়ে নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। এখানে আমরা আপনাদের জুম্মা মোবারক স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। এছাড়াও এ বিষয়ের উপর বাছাইকৃত কিছু স্ট্যাটাস দিয়ে রাখবো যেগুলো আপনার আর ফেসবুকে ব্যবহার করতে পারবেন।

ভাইরাস কে নয়
ভাইরাসের সৃষ্টিকর্তাকে ভয় করুন
-ইনাশাআল্লাহ তিনিই রক্ষা করবেন!
জুম্মা মোবারক

শ্বাস নিচ্ছি – আলহামদুলিল্লাহ
ভালো আছি – আলহামদুলিল্লাহ
-বেঁচে আছি – আলহামদুলিল্লাহ
জুম্মা মোবারক

যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে।
-আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন।
জুম্মা মোবারক

কুরআন পড়লে
চোখের জ্যোতি বাড়ে
এবং জ্ঞান বাড়ে।-
[সুবাহানাল্লাহ]
জুম্মা মোবারক

শুক্রবার মানেই–
গরিবের হজ্বের দিন।
জুম্মা মোবারাক

বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ’র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।
জুম্মা মোবারক

আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।
__(সূরা বাকারা)
জুম্মা মোবারক

সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা,
যদি কর পাপ চেয়ে নাও মাফ. এসো নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি.
জুম্মা মোবারক

নিজেকে কখনো
অসুন্দর মনে করবেন না।
কারণ আল্লাহর সৃষ্টি
কখনো অসুন্দর হয় না।
জুম্মা মোবারক

শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।
-শুক্রবার মানে গুনাহ
মাফের আর একটা সুযোগ।
জুম্মা মোবারক

আয়াতুল কুরসি।
পড়ে বাড়ি থেকে বের হলে।
৭০হাজার ফেরেশতা চর্তুদিক
থেকে রহ্মা করে।
জুম্মা মোবারক

সূরা ফাতিহায় এতই বরকত যে।
তা নাজিল হওয়ার সময়
শয়তানো কেঁদে-ছিলো।
জুম্মা মোবারক

মায়ের সাথে উচ্চস্বরে-
কথা বলোনা
-কারন ‘ মা ‘
তোমাকে কথা বলা শিখিয়েছেন !
জুম্মা মোবারক

সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ
– যার বেতন হচ্ছে জান্নাত
জুম্মা মোবারক

১০টাকার নামাজ শিক্ষার
বইয়ে যা আছে,
– পৃথিবীর দামী বইয়েও তা নেই !
জুম্মা মোবারক

দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা
থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক
-সুবাহানাল্লাহ
জুম্মা মোবারক

তুমি জান্নাত চেওনা ব
রং তুমি দুনিয়াতে এমন কাজ কর
যেন জান্নাত তোমাকে চায়।
[হযরত আলী (রহঃ)]
জুম্মা মোবারক

‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)” .“
যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে,
আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো।
[ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) ]
জুম্মা মোবারক

কখনো হতাশ হলে
দুই রাকাত নফল নামাজ পড়ে নিও।
হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ ।
জুম্মা মোবারক

রাসূল (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি আমার উপর একবার
দুরুদ শরীফ পাঠ করে,
আল্লাহ তার উপর দশবার
রহমত বর্ষন করেন।
(মুসলিমঃ৪০৮)
জুম্মা মোবারক

রাসূল (সাঃ) বলেছেনঃ
উচ্চস্বরে কাঁদার কারনে
মৃত ব্যক্তি কবরে আযাব
ভোগ করবে।(বুখারি)
জুম্মা মোবারক

যদি তুমি মানো কুরআন
আল্লাহ বাড়িয়ে দিবে
তোমার সম্মান।
জুম্মা মোবারক

শ্বাস নিচ্ছি – আলহামদুলিল্লাহ
ভালো আছি – আলহামদুলিল্লাহ
-বেঁচে আছি – আলহামদুলিল্লাহ
জুম্মা মোবারক

শুক্রবার মানেই–
গরিবের হজ্বের দিন।
জুম্মা মোবারাক

জুম্মা মোবারক ক্যাপশন

আমাদের মধ্যে অনেকেই রয়েছে জুম্মা মোবারক নিয়ে অনলাইনে ফেসবুক ক্যাপশন অনুসন্ধান করেন। এই ধরনের ব্যক্তিদের জন্য সুখবর কারণ আর পোস্টের মাধ্যমে তারা পেয়ে যাচ্ছে বাছাইকৃত বিশেষ ধরনের কিছু জুম্মা মোবারক ক্যাপশন। যেগুলো তারা ফেসবুকে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান তবে এগুলো এসএমএস হিসেবে ব্যবহার করতে পারেন জানিয়ে দিতে পারেনি জুম্মা মোবারক সম্পর্কে কিছু কথা আপনার আশেপাশের মানুষদের। নিচে ক্যাপশন গুলো দেওয়া রইল।

ঘুম নেই,নামাজ পরো
মনে শান্তি নেই
কোরআন পড়ো।
জুম্মা মোবারক

বাড়ির কাছে মসজিদে যায় না।
– স্ট্যাটাস দেয় একদিন মক্কা যাবো।
জুম্মা মোবারক

গান শুনে- শুনে ঘুমানো নয়। –
আল কুরআন শুনে
ঘুমানো অধিকতর ভালো।
জুম্মা মোবারক

তিনটি প্রেমে কোন কষ্ট নাই
– আল্লাহর সাথে.!
– রাসুল (সঃ) এর সাথে.!
– মা-বাবার সাথে.!
জুম্মা মোবারক

তুমি যতো বেশি সততার সাথে কথা বলবে
তত বেশি সম্মানিত হবে !
– হযরত আলী (রাঃ)
জুম্মা মোবারক

সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা
পাওয়ার সবচেয়ে বেশী অধিকারী হচ্ছেন মা ।।
সে মাকে কখন কস্ট দিওনা ।
___হযরত মুহাম্মদ (সাঃ)
জুম্মা মোবারক

মুসলিম আমার নাম !
কুরআন আমার জান !
নামাজ আমার গাড়ি !
জান্নাত আমার বাড়ী !
আল্লাহ্ আমার রব !
নবী আমার সব !
ইসলাম আমার ধর্ম!
এবাদত আমার কর্ম!
জুম্মা মোবারক

এমন এক সময় আসবে যখন
মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা,
জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।
__বিশ্বনবী হযরত মোহাম্মদ
জুম্মা মোবারক

পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি স্থান
-মক্কা
-মদিনা
জুম্মা মোবারক

আমরা শ্রেষ্ঠ নবি পেয়েছি
শ্রেষ্ঠ কিতাব পেয়েছি
শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি
আমরা সত্যিই ভাগ্যবান
-আলহামদুলিল্লাহ
জুম্মা মোবারক

তোমরা সিজদায়
বেশি- বেশি দোয়া করো।
কেনোনা সিজদা হচ্ছে দোয়া।
কবুলের উপযুক্ত সময়।
মুসলিম হাদিস : ৮৭০
জুম্মা মোবারক

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস

আমরা জানি ইসলামিক ফেসবুক স্ট্যাটাস নিয়ে অনেকেই অনুসন্ধান করেন। অনেকেই রয়েছে এ ধরনের স্ট্যাটাসগুলো পড়তে ভালোবাসেন এবং এসএমএসের মাধ্যমে তাদের বন্ধুদের জানিয়ে দিতে পছন্দ করেন। এই ধরনের ব্যক্তিদের জন্য আমরা ইসলাম সম্পর্কে বিশেষ কিছু স্ট্যাটাস রেখেছি যেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করুন

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button