তৃতীয় টেস্টে ভারত শিবিরের ধাক্কা ।

তৃতীয় টেস্টে ভারত শিবিরের ধাক্কা ।

দ্বিতীয় টেস্টে ঘুরে দারালেও  তৃতীয় টেস্টে কি করে সেতাই দেখার বিষয় ।

 

এবারো ফের চোটের হানায় ধাক্কা খেয়েছে ভারত শিবির। দলের বোলিং আক্রমণের অন্যতম বড় অস্ত্র পেসার উমেশ যাদব চোট পেয়ে ছিটকে পড়েছেন মাঠের বাইরে।
সিডনিতে তৃতীয় টেস্ট তো বটেই, পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছেন উমেশ

এর আগে আরেক তারকা পেসার মোহাম্মদ শামি চোটের কারণে ছিটকে পড়েন। প্রথম টেস্টে চোট পাওয়া শামিকে ছাড়াই খেলতে হয়েছে দ্বিতীয় টেস্ট।
তৃতীয় ও চতুর্থ টেস্ট খেলতে হবে শামি ও উমেশ দুইজনকে ছাড়াই।
পিতৃত্বকালীন ছুটির কারণে দলের সাথে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিও। তবে চোট সারিয়ে দলে যোগ দিয়েছেন রোহিত শর্মা।

উমেশ চোট পান দ্বিতীয় টেস্টে বল করার সময়। অজিদের দ্বিতীয় ইনিংসে কাফ মাসলে টান পড়ে তার। সাড়ে তিন ওভার বল করার পর আর বোলিংই চালিয়ে যেতে পারেননি।


বড় লিডের সুবাদে তাকে ছাড়াই অবশ্য জয় পেয়ে যায় সফরকারী দল।

চোট পাওয়া উমেশের মেডিকেল রিপোর্টে জানা গেছে, তার চোট গুরুতর। চিকিৎসকরা তাকে বাকি দুই টেস্টে না খেলার পরামর্শ দিয়েছেন।
এ সময় চলবে পুনর্বাসন প্রক্রিয়া। উমেশ না থাকায় ফের নতুন কোনো পেসারের অভিষেক হতে পারে ভারতের জার্সিতে।

বাংলাদেশে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি চালু হয়েছে

সকল আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: