প্রাথমিকের জন্য নতুন সুসংবাদ দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

সুসংবাদ দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রাথমিকের

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, দেশে ৬৬ হাজারের কিছু বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় কোটি শিক্ষার্থী বিনামূল্যে লেখাপড়া করছে। এর সঙ্গে শিক্ষার্থীদের বড় একটি অংশ ইংরেজি ভার্সনেও লেখাপড়া করছ। গড়ে দেড় থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন নেয় এসব বিদ্যালয়। তাই সবকিছু বিবেচনা করে সরকারি ইংরেজি ভার্সনের প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।তিনি বলেন, দেশের সব জেলার মধ্যে ইংরেজি ভার্সনের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করা হবে।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দেশের প্রত্যেক জেলায় একটি করে ইংরেজি ভার্সনের (মাধ্যম) সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও শিক্ষার্থীরা বিনামূল্যে লেখাপড়া করবে।

 

নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং পোস্টি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দিবেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: