টিপস

স্ন্যাপ চ্যাট থেকে পিকচার ডাউনলোড করার নিয়ম।স্ন্যাপ চ্যাটের পিকচার গ্যালারিতে আনার উপায

প্রিয় স্ন্যাপ চ্যাট ব্যবহারকারী বন্ধুগণ আপনারা যারা এই অ্যাপসটি ব্যবহার করে পিকচার তুলতে আগ্রহী তবে এই পিকচারগুলো নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছেন অনেকেই জানতে চান কিভাবে এখান থেকে পিকচার গুলো ডাউনলোড করতে হয় এবং অনেকেই সরাসরি পিকচারগুলো গ্যালারিতে আনতে ব্যর্থ । তাই অনেক ক্ষেত্রেই পিকচারগুলো ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হয়ে থাকে আর এই সমস্যার সমাধান খুঁজে অনলাইন অনুসন্ধান করেছেন এমন ব্যক্তিদের সহযোগিতার লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি আজকের আলোচনার বিষয় এর উপর ভিত্তি করে আমরা তুলে ধরবো কিভাবে এই অ্যাপসের থেকে সরাসরি আপনার পিকচারগুলো গ্যালারিতে আনবেন ।

অন্যান্য ক্যামেরা এপ্স এর থেকে স্নাপসেটে ছবি অনেক সুন্দর হয়ে থাকে এছাড়াও ছবি আপডেট করার অনেক সুযোগ রয়েছে। এক্ষেত্রে সকলে আগ্রহের সাথে এই অ্যাপটি ব্যবহার করেন এছাড়াও এই অ্যাপসটিতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে । নিজের ছবিকে খুব সহজ পদ্ধতিতে সুন্দর করে নিতে পারেন এই সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে পাশাপাশি অনেক ভাবে নিজের ছবি সুন্দরভাবে তুলতে পারেন এই ক্যামেরাটি সুতরাং আপনারা যারা আপনার ছবিগুলো সুন্দরভাবে তুলতে চান তারা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন যারা এই অ্যাপসটির ছবিগুলো সরাসরি ক্যামেরা কিংবা গ্যালারিতে ডাউনলোড করতে পারছেন না। তাদেরকে সহযোগিতার জন্য আমরা আমাদের আলোচনার মাধ্যমে এই পদ্ধতিটি তুলে ধরে সহযোগিতা করব । সুতরাং আপনি চাইলে খুব সহজেই আমাদের খোদার কিন্তু পদ্ধতি অনুসরণ করে আপনার ছবিগুলো মোবাইল গ্যালারিতে নিতে পারেন।

স্ন্যাপ চ্যাট এর পিকচার মোবাইল নিতে ডাউনলোড করার নিয়ম

আপনি কি জানেন কিভাবে আপনার স্টাফ সেটে তোলা ছবিগুলো মোবাইল গ্যালারিতে ডাউনলোড করবেন ? অনেকের রয়েছে যারা এই পদ্ধতি সম্পর্কে জানে না কিভাবে স্টাফ সিটে তোলা ছবিগুলো মোবাইলের ডাউনলোড করবেন এই বিষয় সম্পর্কে জানার জন্য অনলাইন অনুসন্ধান করে সঠিক সমাধান পাচ্ছেন না , এক্ষেত্রে এই অ্যাপস এর বিষয়ে ছবি ডাউনলোড সম্পর্কিত সকল সঠিক তথ্য প্রদান করব আমরা।

স্ন্যাপচ্যাট একাউন্ট খোলার নিয়ম

  • গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটি ডাউনলোড করুন
  • ইন্সটল এর পর অ্যাপটি ওপেন করুন এবং নিচের দিকে থাকা  Sign Up বাটনে ক্লিক করুন
  • আপনার ফার্স্ট নেইম ও লাস্ট নেইম লিখে Sign Up & Accept চাপুন
  • আপনার যথাযথ জন্মদিন প্রদান করে Continue  চাপুন
  • একটি ইউনিক ইউজারনেম নির্বাচন করুন এবং Continue চাপুন
  • এরপর আপনার ইমেইল এড্রেস প্রদান করুন। ইমেইল এড্রেস না থাককে Sign up with phone number instead অপশনে ডুকে ফোন নাম্বার লিখুন
  • ইমেইল বা এসএমএস এ একটি ভেরিফিকেশন কোড পাবেন, সেটি লিখে Continue চাপুন
  • একাউন্ট খোলার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে স্ক্রিনে Find your contacts লেখা দেখতে পাবেন
  • Continue চেপে Permission Allow করলে আপনার কন্টাক্ট লিস্ট থাকা অন্যসব স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর তালিকা দেখতে পাবেন
  • উক্ত তালিকা হতে আপনার পছন্দের ব্যাক্তিদেরকে এড করতে পারবেন।
  • উপরোক্ত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার স্ন্যাপচ্যাট একাউন্ট তৈরী হয়ে যাবে।

স্ন্যাপচ্যাটে কাউকে এড করার নিয়ম

স্ন্যাপচ্যাটে বন্ধু এড করার বেশ কয়েকটি উপায় রয়েছে। স্ন্যাপকোড এর মাধ্যমে বন্ধু এড করতে –

  • যাকে এড করবেন, তার স্ন্যাপকোডের ছবি তুলুন কিংবা স্ক্রিনশট নিন
  • স্ন্যাপচ্যাটে প্রবেশ করে স্ক্রিনের টপ রাইট কর্নারে ফ্রেন্ড এড করার আইকনটি ক্লিক করুন
  • Find Friends লেখা সার্চ বক্সের পাশের আইকনটতে ক্লিক করুন
  • আপনার ফোন সংরক্ষিত স্ন্যাপকোডের ছবিটি নির্বাচন করলেই ফ্রেন্ড এড করার অপশন পেয়ে যাবেন

এছাড়াও ইউজারনেম ব্যবহার করেও স্ন্যাপচ্যাটে বন্ধু এড করা যায়। ইউজারনেম এর মাধ্যমে বন্ধু এড করতে –

  • অ্যাপ ওপেন করে স্ক্রিনের টপ লেফট কর্নারে থাকা গোস্ট আইকন বা বিটমোজিতে ক্লিক করুন
  • Add Friends চাপুন
  • Username লিখুন
  • যাকে এড করতে যান, তার নামের পাশে থাকা +Add বাটন চাপলেই ফলো রিকুয়েস্ট যাবে
  • একইভাবে অন্যরাও ইউজারনেম ব্যবহার করে আপনাকে এড করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button