দিবসকবিতা

২১ শে ফেব্রুয়ারি কবিতা

২১ শে ফেব্রুয়ারি কবিতা । আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস সম্পর্কিত কিছু কবিতা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। এর কারন ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখে ভাষার জন্য আমাদের দেশের অনেক মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। তাদের স্মৃতির চরণে ছোট-বড় অনেক কবি কবিতা লিখেছেন। এখনো নতুন নতুন কবিতা আসেন আমাদের মাঝে ২১ শে ফেব্রুয়ারি সম্পর্কে। তাই আমরা আজকের পোস্টটিতে একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত কিছু নতুন সেরা কবিতা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে।

সুতরাং আপনারা যারা ২১ ফেব্রুয়ারি সম্পর্কিত কবিতা অনুসন্ধান করে আমাদের ওয়েবসাইটটিতে অবস্থান করছেন । তারা এখান থেকে এই বিষয়ে কবিতা উপকৃত হবেন। আমরা আপনাদের সহযোগিতার লক্ষ্যে একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত বিভিন্ন নতুন কবিতা সংগ্রহ করেছি। আশা করি আপনি আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন এখান থেকে।

২১ শে ফেব্রুয়ারি কবিতা

প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ অনলাইনে অনুসন্ধান করেন ২১ শে ফেব্রুয়ারি অর্থাৎ মাতৃভাষা সম্পর্কিত কবিতা গুলি সম্পর্কে জানার জন্য। এর কারণ প্রতিটি বাঙালি ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞ। এর কারণ তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলছি মাতৃভাষা রক্ষা করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে তাদের স্মৃতি স্মরণে তাদের কথা মনে রাখতে অনেকেই কবিতা পড়ে থাকেন। এ কারণেই আমরা নতুন নতুন কবিতা দিয়ে এই সকল ব্যক্তিদের সহযোগিতা করি। সত্যিকার অর্থে একজন বাঙ্গালী হিসেবে আমাদেরও এই সকল কবিতা দিয়ে আপনাদের সহযোগিতা করতে অনেক ভালো লাগে। নিচে কিছু কবিতা তুলে ধরা হয়েছে।

ভাষা সেতো মায়ের বুলি
প্রাণের চেয়েও প্রিয় জানি
যে ভাষাতে প্রাণ জুড়াল
সবার সুখের তৃষ্ণ মিঠালো
সেইতো মোদের মধুর ভাষা
মায়ের ভাষা বাংলা ভাষা
ভাষা সেতো স্লোগান মুখর যুবকের ভালবাসা
যে ভাষাতে সদা থাকে জাগি
সে ভাষার কোন দশা আজি
তারা মানেনাতো বাঁধা ভঙ্গ করেত ধারা
হায়নার গর্জন লঙ্গিয়ে চলে
হুংকারে হয় ধনি পতি ধনি
রাষ্ট্রভাষা বাংলা চাই
বাংলা চাই
ভাষা সেতো রক্তে ভেজা ২১শের দুপুর
রক্ত! সেতো নতুন সূর্যদয়
যে ভাষার লাগি রক্ত দিয়াছিলো বাঙ্গালী জাতী
ত্যাগে বেজেছিলো সাম্যের গীতি
পৃথিবীর মানুষ অভাব রয়
বাংলা ভাষার হলো জয়।

২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষণ

২১ শে ফেব্রুয়ারি পোস্টার

২১ শে ফেব্রুয়ারি ছবি

একুশে ফেব্রুয়ারি স্লোগান

২১ শে ফেব্রুয়ারি মেসেজ

একুশে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস

২১ শে ফেব্রুয়ারি উক্তি

২১ শে ফেব্রুয়ারি বাংলা কবিতা

অনেকেই অনুসন্ধান করে থাকেন ২১ শে ফেব্রুয়ারি বাংলা কবিতা পড়ার জন্য। যেহেতু এটা আমাদের বাংলা ওয়েবসাইট সেক্ষেত্রে আমরা চেষ্টা করি সকল বিষয়ে বাংলা লিখে আপনাদের সহযোগিতা করেন। আশা করি আপনি আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন এখান থেকে। আমরা কিছু একুশে ফেব্রুয়ারি বাংলা কবিতা দিব আপনাদের। অবশ্যই আমরা কবিতাগুলো থেকে বাছাইকৃত সেরা কবিতা গুলো উল্লেখ করার চেষ্টা করেছি। এক্ষেত্রে এখান থেকে আপনি সুন্দর সেরা কবিতা গুলো পড়তে পারবেন।

বাংলা ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ
শহীদ হয়েছে তারা, অক্ষয় অমর অম্লান,
ভুলিনি আজো, তাদের রক্ত বৃথা যায়নি
স্মরণে তব শহীদ মিনার গড়েছি জানি।
বায়ান্ন সালের একুশের এমন এক দিনে
সালাম রফিক জব্বার আর কত কত জনে
মায়ের কোলে শহীদ হয়েছে ভাষার কারণে।
বিল ঝিল হাওড় নদী কলকল তানে
আমারে বাংলা ভাষায় সুখে দুঃখে ডাকে।
পাখির গানে ভোরের শিশিরে আকাশের চাঁদ
রাতের জোনাকী ফুল ফল, খুশি মানেনা বাধ
মায়ের হাসি সবুজ শ্যামলে ফসলের মাঠ
এইতো আমারই বাংলা ভাষার প্রথম পাঠ।
ভালবাসি বাংলা আর ভালবাসি ভাষা
রাষ্ট্র ভাষা বাংলা ভাষা, মায়েরই ভাষা ।
শোন বিশ্ব, নাই এমন ইতিহাস আর নাই
কোন কালে বাংলা ভাষার নাই মৃত্যু নাই।

একুশে ফেব্রুয়ারি ছোট কবিতা

প্রিয় পাঠক বন্ধুগণ আপনি কি একুশে ফেব্রুয়ারি ছোট কবিতা গুলো পড়তে আগ্রহী। এছাড়াও ছোট অনেক সুন্দর সুন্দর কবিতা রয়েছে যেগুলো অনেকেই ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করেন। এক্ষেত্রে এই কবিতাগুলো অনলাইনে ব্যাপক সাড়া পেয়ে থাকেন। এক্ষেত্রে আমাদের পাঠক বন্ধুদের জন্য আমরা নিয়ে এসেছি তেমনি কিছু সেরা কবিতা। কবিতা গুলো নিচে উল্লেখ করা হলো।

জহিরের কথাগুলো দৈববাণী হয়।
আরেক ফাল্গুনে দেখো, জনতার স্রোত,
সত্যিই দ্বিগুণ হয় –
রাজপথে নেমে আসে, গলিত লাভার মত;
স্ফুলিঙ্গ অনল হয়ে দাবানল হয়।
বাংলার ঘরে ঘরে গাফফার গেয়ে উঠে,
আমার ভায়ের রক্তে রাঙ্গানো …….. একুশের গান।

আমাদের অন্তর্গত হৃদয়ের বাণী,
ছড়ায় সমগ্র বিশ্বে – গানে গানে, কবিতা কথায়।
সুদূর টরেন্টো হয়ে, চেরিদের বনে,
পৌছে যায় বাংলার প্রতিবাদী সুর।
ঝংকারে মথিত হয়, লাল রং ক্যাঙ্গারুর ভূমি।
মাতৃভাষা স্মৃতিসৌধ, মাথা তোলে দেশে দেশে,
মায়ের ভাষার দাবী প্রতিষ্ঠিত করে।

শুন হে বরকত শুন, শুন হে সালাম,
তোমাদের আত্মত্যাগ ব্যর্থ হয় নাই।
তোমরা দিয়েছ প্রাণ, তাই –
আমরা মায়ের বোলে, কথা বলি, গান গেয়ে যাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button