বর্তমানে বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী ক্লাস নাইনে পড়াশোনা করে। তাই অনেকেই ইন্টারনেটে ৯ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য অনুসন্ধান করবে। তাদের জন্য নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সময়সূচী, বিষয় এবং সিলেবাস ডাউনলোড করার মাধ্যমে এখানে রাখা হয়েছে। আপনাদের আমরা প্রতি সপ্তাহের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ দিয়ে থাকবো। তাই আপনি যদি ক্লাস নাইনের সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান পেতে চান। তাহলে অবশ্যই এই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়বেন।
৯ম শ্রেণীর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ ( ৪র্থ সপ্তাহ )
এখানে তুলে ধরা হয়েছে ৪র্থ সপ্তাহ ৯ম শ্রেণীর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট সমাধান। আপনি যদি ৯ম শ্রেণীর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট সমাধান পেতে চান। তাহলে নিচে থেকে দেখে নিন।
৪র্থ সপ্তাহ- ৯ম শ্রেণীর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট সমাধান
প্রশ্নঃ
সমাধানঃ
পরিবেশ বাঁচলে বাঁচবে পৃথিবী- অনধিক ৩০০ শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখ।
- সূচনা
- পরিবেশের উপাদান
- ভূগোলের শাখা
- ভূগোল ও পরিবেশ এর মধ্যে আন্তঃসম্পর্ক
- পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকা
- উপসংহার
সূচনা :
মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্বাহ করে । পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে । পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ, নদী, সাগর , খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়া-কলাপ পরিবেশে ঘটায় নানা রকম পরিবর্তন। অফিস-আদালত , রাস্তাঘাট , শহর-বন্দর নির্মাণ প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে । বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মত লোকালয়। খাল , বিল ,পুকুর ভরাট হয়ে মানুষ ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে । এই সম্বন্ধের মূলে আছে এর কার্যকরণের খেলা।
পরিবেশের উপাদান :
কোন জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদান এর সর্বসমেত প্রভাব ও সংগঠিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। পার্ক বলেছেন , পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়।
পরিবেশের উপাদান দুই প্রকার। যেমন-
- জড় উপাদান এবং
- জীব উপাদান।
যাদের জীবন আছে , যারা খাবার খায় , যাদের বৃদ্ধি আছে , জন্ম আছে , মৃত্যু আছে তাদের বলে জীব। গাছপালা ,পশুপাখি , কীটপতঙ্গ , মানুষ ও অন্যান্য প্রাণী হল জীব। এরা পরিবেশের উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি , বায়ু , পাহাড়-পর্বত , নদী , সাগর , আলো , উষ্ণতা হলো পরিবেশের জড় উপাদান । এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ।
ভূগোলের শাখা :
পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। ইংরেজি Geography শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটসথেনিস প্রথম Geography শব্দ ব্যবহার করেন। Geo ও graphy শব্দ দুটি মিলে হয়েছে Geography । Geo শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং graphy শব্দের অর্থ বর্ণনা। সুতরাং Geography শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন চিন্তাধারার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধি অনেক বিস্তৃত করেছে। এখন নানা বিষয় যেমন- ভূমিবিদ্যা , আবহাওয়াবিদ্যা , সমুদ্রবিদ্যা , মৃত্তিকা , প্রাণিবিদ্যা , সমাজবিদ্যা , অর্থনীতি , রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে।
ভূগোলের মৌলিক শাখা দুইটি-
- প্রাকৃতিক ভূগোল
- মানব ভূগোল
প্রাকৃতিক ভূগোলের শ্রেণীবিভাগ-
- জীবভূগোল,
- জলবায়ুবিদ্যা,
- ভূমিরূপবিদ্যা,
- মৃত্তিকা ভূগোল,
- সমুদ্রবিদ্যা,
- প্রাণিভূগোল।
মানব ভূগোল এর শ্রেণীবিভাগ-
- অর্থনৈতিক ভূগোল,
- জনসংখ্যা ভূগোল,
- রাজনৈতিক ভূগোল,
- আঞ্চলিক ভূগোল,
- সামাজিক ভূগোল,
- দুর্যোগ ব্যবস্থাপনা,
- সংখ্যাতাত্ত্বিক ভূগোল,
- পরিবহন ভূগোল,
- নগর ভূগোল,
- চিকিৎসা ভূগোল,
- ভৌগোলিক তথ্য ব্যবস্থা।
সর্বশেষ কথা
আমরা চেষ্টা করেছি আমাদের এই পোষ্টে ৯ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট তুলে ধরার জন্য। আশা করি এর মাধ্যমে আপনারা খুব সহজেই ৯ম শ্রেণীর এসাইনমেন্ট উত্তর তৈরি করতে পেরেছেন।তাই আজকের এই পোস্ট আপনার বাকি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে বাকিরাও ৯ম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান করতে পারে। ৯ম শ্রেণীর সকল সপ্তাহের সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।