ষষ্ঠ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১
৬ষ্ঠ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ৩য় সপ্তাহের- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী যারা রয়েছে তারা বেশিরভাগ জন গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারেনি। তাই সবার কথা চিন্তা করে আমরা গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করেছে ষষ্ঠ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের একটি প্রশ্নের উত্তর দিয়ে ষষ্ঠ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান করতে হবে। তাই নিচে দেখে দেখে নিন ষষ্ঠ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন উত্তর। Home Science (Garostho Biggan) Assignment Class 6 Answer 2021 (3rd Week) ও ষষ্ঠ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান।
শ্রেণিঃ ষষ্ঠ
বিষয়ঃ গার্হস্থ্য বিজ্ঞান
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-০১;
অধ্যায় ও অধ্যায়ের শিরোনামঃ প্রথম অধ্যায়, গৃহ ও গৃহ পরিবেশের সাধারণ ধারণা;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তুঃ
১- গৃহ ও গৃহ পরিবেশ ।
২- গৃহের অভ্যন্তরীণ স্থানের বিন্যাস ।
৩- প্রয়োজনীয় জিনিস যথাস্থানে সংরক্ষণ ।
৪- গৃহ পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনে গাছ ।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
এ্যাসাইনমেন্ট নং-১:
১। তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ।
২। নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর ।
শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম ।
এ্যাসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনাঃ
- ১। বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীকে সঠিক ধারণা দিন।
- ২। অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) প্রদান করুন।
- ৩। কাজটি নির্ধারিত সময়ে সম্পন্ন করে জমা দিতে উৎসাহিত করুন।
অ্যাসাইনমেন্ট মুল্যায়ন নির্দেশনা বা মূল্যায়ন রুব্রিক্সঃ
অতি উত্তমঃ
- ১। গৃহ পরিবিশের সবগুলো অংশের নাম সঠিকভাবে লিখতে পারা ।
- ২। গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে সঠিকভাবে ছকে সাজাতে পারা ।
- ৩। গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে সম্পাদিত সকল কাজ সনাক্ত করতে পারা ।
- ৪। পর্যায় অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করতে পারা ।
- ৫। লেখায় লক্ষ্যনীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতার প্রকাশ ।
- ৬। বানান ও বাক্য গঠন ঠিক থাকা ।
উত্তমঃ
- ১। গৃহ পরিবেশের বেশিরভাগ অংশের নাম সঠিকভাবে লিখতে পারা ।
- ২। গৃহের অভ্যন্তরীণ বেশরিভাগ স্থানগুলোকে সঠিকভাবে ছকে সাজাতে পারা ।
- ৩। গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে সম্পাদিত অধিকাংশ কাজ সনাক্ত করতে পারা ।
- ৪। পর্যায় অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করতে পারা ।
- ৫। লেখায় আংশিক মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতার প্রকাশ ।
- ৬। বানান ও বাক্য গঠন ঠিক থাকা ।
ভালোঃ
- ১। গৃহ পরিবেশের কয়েকটি অংশের নাম ঠিকভাবে লিখতে পারা ।
- ২। গৃহের অভ্যন্তরীণ স্থানের কিছু অংশের নাম ছকে সাজাতে পারা ।
- ৩। গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোয় সম্পাদিত কিছু কাজ সনাক্ত করতে পারা ।
- ৪। পর্যায় অনুযায়ী কাজের ধারাবাহিকতা আংশিকভাবে রক্ষা করতে পারা ।
- ৫। লেখায় আংশিক মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতার প্রকাশ ।
- ৬। বানান ও বাক্য গঠন আংশিক ঠিক থাকা ।
অগ্রগতির প্রয়োজনঃ
- ১। গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম লিখতে না পারা ।
- ২। গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ঠিকভাবে ছকে সাজাতে না পারা ।
- ৩। গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোয় সম্পাদিতু কাজ সনাক্ত করতে না পারা ।
- ৪। পর্যায় অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করতে না পারা ।
- ৫। লেখায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব ।
- ৬। বানান ও বাক্য গঠন আংশিক ঠিক থাকা ।
এখানে দেখুনঃ
৬ষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ৩য় সপ্তাহের
৭ম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ৩য় সপ্তাহের
শেষ কথা
আপনাদের ৬ষ্ঠ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্টের ৩য় সাপ্তাহর উত্তর।এটা দেখে দেখে সুন্দর করে খাতায় লেখেবেন। তাহলে আপনি ভাল একটা মার্কস্ পাবেন।আর যদি তোমরা আমার পোস্টটি থেকে উপকৃত হয় তাহলে অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের সকল বন্ধু-বান্ধবীদের লিংক দিবা ।তোমাদের কাছে এত টুকুই চাওয়া।ধন্যবাদ সবাইকে।