অ্যাসাইনমেন্ট

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট উত্তর( Class 8 BGS assignment 4th week) || BGS ||

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট উত্তর( Class 8 BGS assignment 4th week) || BGS ||

চতুর্থ সাপ্তাহর অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রকাশ করা হয়েছে। আজকের এই আর্টিকেলে আমরা ৪র্থ সাপ্তাহর বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসইনমেন্টের সমাধান করব। যদি আপনারা বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসইনমেন্টের এই উত্তর গুলাে অরুসরণ করেন তাহলে ১০০% মার্কস পাবেন। আরাে সকল সাপ্তাহর অ্যাসাইনমেন্টে পেতে আমাদের সাথে থাকবেন আশা করি।

 

প্রশ্ন:

  অষ্টম  শ্রেণীর অ্যাসাইনমেন্ট সমাধান :

ক) সাংস্কৃতিক আত্তীকরণ বলতে কী বোঝায়?

উত্তর: মানুষ যখন নতুন পরিবেশে এসে বসবাস করে, সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা চেতনা আয়ত্ত করতে চেষ্টা করে।
অতএব, বলা যায় যে জীবিকার প্রয়ােজনে বা বৈবাহিক কারণে অথবা অন্য যেকোনাে কারণে নিজ এলাকা থেকে স্থানান্তর হলে মানুষ ঐ এলাকার সংস্কৃতির সাথে নিজেকে আত্তীকরণ করতে চেষ্টা করে তাকেই সংস্কৃতি আত্তীকরণ বলে।


খ) সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ দাও।

উত্তর: সামাজিক পরিবর্তন বলতে সমাজের নিয়ম-নীতি, মূল্যবােধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে সমাজের পরিবর্তন করাকে সামাজিক পরিবর্তন বলে। এসব গুণাবলী আয়ত্ত করে সমাজের উন্নয়ন ঘটায়। সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ হলােঃ

১. মােবাইল ও ই-মেইলের মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে সহজে তথ্য আদান-প্রদান ও যােগাযােগ করা সম্ভব হচ্ছে।
২. বেচা-কেনা এখন হাট বাজারে সীমাবদ্ধ নয়, ই-কর্মাসের মাধ্যমে অনলাইনে পণ্য দ্রবের ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেন করা হয়।

গ) রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিদ আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের সেবামূলক উদ্যোগ নেয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো।

উত্তর: রনির এলাকার মতাে আমার এলাকা কোভিট আক্রান্ত ব্যক্তির জন্য বন্ধুরা মিলে যে ধরনের উদ্যোগ নেওয়া হবে তার  একটি তালিকা তৈরি করা হলােঃ
১.করােনা কিভাবে দ্রুত ছড়ায় সে সম্পর্কে এলাকার সকলকে সচেতন করতে পারি।

২.আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করে হােম কোয়ারেন্টাইনে আনতে পারি।

৩.আক্রান্ত ব্যক্তির পরিবারের জন্য খাবার ও পানির ব্যবস্থা করতে পারি।

৪.করােনা আক্রান্ত পরিবারের কাউকে যেন বাড়ি থেকে বের না হতে হয় | সে দিকে লক্ষ রাখতে পারি।

৫.কোনাে প্রয়ােজনে বাহিরে বের হলে সকলকে মাস্ক ব্যবহার ব্যাধতামূলক করতে হবে।

৬. বার বার স্যানিটাইজার ব্যবহার করার অভ্যাস করতে হবে ।

৭.অসহায় পরিবারদের আর্থিক সাহায্য করতে হবে।

৮.কোন ব্যক্তি আক্রান্ত হলে চিকিৎসার ব্যবস্থা করাতে হবে।

৯.সকলকে সামাজিক দুরত্ব মেনে চলার জন্য পরামর্শ দিতে হবে।

১০. ভিড় বা জনসমাগম স্থান পরিহারে উৎসাহিত করতে হবে।

ঘ) উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কি ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি সামাজিকীকরণে যে সকল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ব্যাখ্যা করা হলােঃ

১. করােনা একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রােগ , রােগীর কাছে আসলেই সে এই ভাইরাসে আক্রান্ত হতে পারে । তাই রােগীর কাছে না এসে মােবাইলের মাধ্যমে রােগীর খোঁজ-খবর রাখা সম্ভব ।

২.কোন এলাকা লক ডাউনের আওতায় আছে এবং কতজন আক্রন্ত হয়েছে তার পরিমান ইন্টানেটের মাধ্যমে জানা যায়।

৩.আক্রান্ত ব্যক্তির কি কি করনীয় তা দ্রুত ইন্টানেটের মাধ্যমে জানা যায়।

৪.ঘরে বসে মােবাইল ও ইন্টারনেটের সাহায্যে ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা নেওয়া যায় ।

৫.খুব দ্রুত এলাকার সবার সাথে সরাসরি দেখা না করে ফেসবুকের মাধ্যমে খোঁজ খবর রাখা যায়।

৬.ঘরে বসে ইউটিউবে এবং টেলিভিশনের মাধ্যমে স্কুল কলেজের সকল ক্লাসের পড়াশােনা করা যায়।

৭.ইন্টানেটের মাধ্যমে দ্রুত করােনার সম্পর্কে সচেতন করা যায়।

উপরে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।

 

এটা হচ্ছে আপনাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্টের উত্তর।এটা দেখে দেখে সুন্দর করে খাতায় লেখেবেন। তাহলে আপনি ভাল একটা মার্কস্ পাবেন। ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button