ইসলামিক

আল্লাহর ৯৯ নামের ছবি, বাংলা অর্থ সহ

আল্লাহর ৯৯ নামের ছবি: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুগণ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের আলোচনাটি একটি বিশেষ আলোচনা হতে চলেছে প্রতিটি মুসলিম ভাই ও বোনদের জন্য। আলোচনা সাপেক্ষে আমরা আপনাদের মাঝে যে বিষয়ে তথ্য প্রদান করব সেটি হচ্ছে মহান রব্বুল আলামীন, আল্লাহ তায়ালার ৯৯ টি নাম। অনেক মুসলিম ভাই ও বোন রয়েছেন যারা অনলাইনে অনুসন্ধান করেন এই তথ্য তাই আমরা আমাদের আলোচনার মাধ্যমে এই বিষয়ে আপনাদের সহযোগিতা করার জন্য উপস্থিত হয়েছি আমরা অনলাইনের মাধ্যমে এ সমস্ত তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝেই তুলে ধরার চেষ্টা করব। আমরা টাইটেলে নামের ছবি উল্লেখ করেছি চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী ছবির মাধ্যমে আল্লাহর 99 টি নাম তুলে ধরার তবে আমরা সমস্ত নাম ছবির মাধ্যমে তুলে ধরতে না পারলেও নাম গুলো দিয়ে আগে সহযোগিতা করবো আপনাদের এর পর যতগুলো সম্ভব ছবির মাধ্যমে নাম তুলে ধরার চেষ্টা করব।

আমাদের আলোচনার মাধ্যমে ইসলামিক অনেক পোস্ট আপনারা লক্ষ্য করতে পারবেন আমরা আমাদের ওয়েবসাইটটিতে ইসলামিক ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ইসলামিক তথ্য তুলে ধরার চেষ্টা করে থাকি। এবং এ পর্যায়ে আপনাদের মাঝে আজকের আলোচনাটি নিয়ে এসেছি এক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে মহান আল্লাহ তায়ালার নামের ছবিগুলো পেতে চলেছেন যেগুলো অনেকেই মোবাইলের ওয়ালপেপার সহ ইসলামিক বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকেন চেষ্টা করেছি সুন্দর সুন্দর এই ছবিগুলো আপনাদের মাঝে তুলে ধরতে এক্ষেত্রে আমরা নির্বাচন করেছি সুন্দর ছবিগুলো।

আল্লাহর ৯৯ নামের ছবি

অনেকেই এই ছবিগুলো অনুসন্ধান করেন মূলত নাম গুলো মুখস্ত করার জন্য কিংবা নামগুলো পড়ার জন্য। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতার লক্ষ্য নিয়ে কাজ করে আপনাদের পড়ার সুবিধার্থে প্রথমে নামগুলো পিডিএফ অথবা আলোচনা সাপেক্ষে আর্টিকেলের মাধ্যমে উপস্থাপন করব পরবর্তীতে পিকচারের মাধ্যমে নামগুলো তুলে ধরার চেষ্টা করব আশা করছি সমস্ত বিষয় আপনাকে সহযোগিতা করতে পারবে আপনার প্রয়োজনে আপনি এই নাম গুলো পড়তে পারেন । প্রিয় পাঠক বন্ধুগণ আমাদের সাথে থেকে আপনি অবশ্যই আপনার প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হচ্ছে।

১. الله – আল্লাহ – আল্লাহ

২. الرَّحْمَنُ – আর-রহমান – সবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়

৩. الرحيم – আর-রহী’ম – অতিশয়-মেহেরবান

৪. الْمَلِكُ – আল-মালিক – অধিপতি

৫. الْقُدُّوسُ – আল-ক্বুদ্দূস – পূতঃপবিত্র, নিখুঁত

৬. السَّلَامُ – আস-সালাম – শান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা

৭. الْمُؤْمِنُ – আল-মু’মিন – জামিনদার, সত্য ঘোষণাকারী

৮. الْمُهَيْمِنُ – আল-মুহাইমিন – অভিভাবক, প্রতিপালক

৯. الْعَزِيزُ – আল-’আযীয – সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত

১০. الْجَبَّارُ – আল-জাব্বার – দুর্নিবার, সমুচ্চ, মহিমান্বিত

১১. الْمُتَكَبِّرُ – আল-মুতাকাব্বির – সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত

১২. الْخَالِقُ – আল-খলিক্ব – সৃষ্টিকর্তা

১৩. الْبَارِئُ – আল-বারি’ – বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী

১৪. الْمُصَوِّرُ – আল-মুসউয়ির – আকৃতিদানকারী

১৫. الْغَفَّارُ – আল-গফ্‌ফার – পুনঃপুনঃ মার্জনাকারী

১৬. الْقَهَّارُ – আল-ক্বহ্‌হার – দমনকারী

১৭. الْوَهَّابُ – আল-ওয়াহ্‌হাব – স্থাপনকারী

১৮. الرَّزَّاقُ – আর-রযযাক্ব – প্রদানকারী

১৯. الْفَتَّاحُ – আল-ফাত্তাহ – প্রারম্ভকারী, বিজয়দানকারী

২০. الْعَلِيمُ – আল-’আলীম – সর্বজ্ঞানী, সর্বদর্শী

২১. الْقَابِضُ – আল-ক্ববিদ – নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী

২২. الْبَاسِطُ – আল-বাসিত – প্রসারণকারী

২৩. الْخَافِضُ – আল-খফিদ্ব – (অবিশ্বাসীদের) অপমানকারী

২৪. الرَّافِعُ – আর-রফীই’ – উন্নীতকারী

২৫. الْمُعِزُّ – আল-মুই’জ্ব – সম্মানপ্রদানকারী

২৬. الْمُذِلُّ – আল-মুদ্বি’ল্লু –  (অবিশ্বাসীদের) বেইজ্জতকারী

২৭. السَّمِيعُ – আস-সামী’ – সর্বশ্রোতা

২৮. الْبَصِيرُ – আল-বাছীর – সর্বদ্রষ্টা, সর্ববিষয়-দর্শনকারী

২৯. الْحَكَمُ – আল-হা’কাম – বিচারপতি, অটল বিচারক

৩০. الْعَدْلُ – আল-আ’দল – নিখুঁত, পরিপূর্ণ-ন্যায়বিচারক

৩১. اللَّطِيفُ – আল-লাতীফ – অমায়িক, সকল-গোপন-বিষয়ে-অবগত, অপ্রকাশ্য বিষয় ও সূক্ষ্ম বিষয়াবলী সম্পর্কে অবগত

৩২. الْخَبِيرُ – আল-খবীর – সম্যক অবগত, সকল ব্যাপারে জ্ঞাত

৩৩. الْحَلِيمُ – আল-হ়ালীম- ধৈর্যবান, প্রশ্রয়দাতা

৩৪. الْعَظِيمُ – আল-’আযীম – সুমহান

৩৫. الْغَفُورُ – আল-গ’ফূর – মার্জনাকারী

৩৬. الشَّكُورُ – আশ-শাকূর – সুবিবেচক

৩৭. الْعَلِيُّ – আল-’আলিই – মহীয়ান

৩৮. الْكَبِيرُ – আল-কাবীর – সুমহান

৩৯. الْحَفِيظُ – আল-হা’ফীজ – সংরক্ষণকারী

৪০. الْمُقِيتُ – আল-মুক্বীত – লালনপালনকারী

৪১. الْحَسِيبُ – আল-হাসীব  – হিসাব-গ্রহণকারী

৪২. الْجَلِيلُ – আল-জালীল – গৌরবান্বিত

৪৩. الْكَرِيمُ – আল-কারীম – উদার, অকৃপণ, সুমহান দাতা

৪৪. الرَّقِيبُ – আর-রক্বীব – সদা জাগ্রত,অতন্দ্র পর্যবেক্ষণকারী, তত্ত্বাবধায়ক

৪৫. الْمُجِيبُ – আল-মুজীব – সাড়া দানকারী, উত্তরদাতা, জবাব-দানকারী, কবুলকারী

৪৬. الْوَاسِعُ – আল-ওয়াসি’- অসীম, সর্বত্র বিরাজমান

৪৭. الْحَكِيمُ – আল-হাকীম – সুবিজ্ঞ, সুদক্ষ

৪৮. الْوَدُودُ – আল-ওয়াদূদ – স্নেহশীল

৪৯. الْمَجِيدُ – আল-মাজীদ – মহিমান্বিত

৫০. الْبَاعِثُ – আল-বা‘ইস – পুনরুত্থানকারী

৫১. الشَّهِيدُ – আশ-শাহীদ – সাক্ষ্যদানকারী

৫২. الْحَقُّ – আল-হাক্ক্ব – প্রকৃত সত্য,

৫৩. الْوَكِيلُ – আল-ওয়াকীল – সহায় প্রদানকারী,আস্থাভাজন, উকিল

৫৪. الْقَوِيُّ – আল-ক্বউই – ক্ষমতাশালী

৫৫. الْمَتِينُ – আল মাতীন  – সুদৃঢ়, সুস্থির

৫৬. الْوَلِيُّ – আল-ওয়ালিই – বন্ধু, সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী

৫৭. الْحَمِيدُ – আল-হা’মীদ – সকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়

৫৮. الْمُحْصِي – আল-মুহছী – বর্ণনাকারী, গণনাকারী

৫৯. الْمُبْدِئُ – আল-মুব্‌দি’ – অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা

৬০. الْمُعِيدُ – আল-মু’ঈদ – পুনঃপ্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি

৬১. الْمُحْيِي – আল-মুহ’য়ী – জীবনদানকারী

৬২. الْمُمِيتُ – আল-মুমীত – ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী

৬৩. الْحَيُّ – আল-হাইয়্যু – চিরঞ্জীব, যার কোন শেষ নাই

৬৪. الْقَيُّومُ – আল-ক্বইয়ূম – অভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী

৬৫. الْوَاجِدُ – আল-ওয়াজিদ – পর্যবেক্ষক, আবিষ্কর্তা, চিরস্থায়ী

৬৬. الْمَاجِدُ – আল-মাজিদ – সুপ্রসিদ্ধ

৬৭. الْوَاحِدُ – আল-ওয়াহি’দ – এক, অনন্য, অদ্বিতীয়

৬৮. الصَّمَدُ – আস-সমাদ – চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ

৬৯. الْقَادِرُ – আল-ক্বদির – সর্বশক্তিমান

৭০. الْمُقْتَدِرُ – আল-মুক্বতাদির – প্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী

৭১. الْمُقَدِّمُ – আল-মুক্বদ্দিম – অগ্রগতিতে সহায়তা প্রদানকারী

৭২. الْمُؤَخِّرُ – আল-মুয়াক্খির – বিলম্বকারী, অবকাশ দানকারী

৭৩. الْأَوَّلُ – আল-আউয়াল – সর্বপ্রথম, যার কোন শুরু নাই

৭৪ الْآخِرُ – আল-আখির – সর্বশেষ, যার কোন শেষ নাই

৭৫. الظَّاهِرُ – আজ-জ’হির – সুস্পষ্ট, সুপ্রতীয়মান, বাহ্য (যা কিছু দেখা যায়)

৭৬. الْبَاطِنُ – আল-বাত্বিন – লুক্কায়িত, অস্পষ্ট, অন্তরস্থ (যা কিছু দেখা যায় না)

৭৭. الْوَالِيَ – আল-ওয়ালি – সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু

৭৮. الْمُتَعَالِي – আল-মুতা’আলী – সর্বোচ্চ মহিমান্বিত, সুউচ্চ

৭৯. الْبَرُّ – আল-বার্‌র – কল্যাণকারী

৮০. التَّوَّابُ – আত-তাওয়াব –  বিনম্র, সর্বদা আবর্তিতমান

৮১. الْمُنْتَقِمُ – আল-মুন্‌তাক্বিম – প্রতিফল প্রদানকারী

৮২. الْعَفُوُّ – আল-’আফুউ – শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী

৮৩. الرَّءُوفُ – আর-র’ওফ – সদয়, সমবেদনা প্রকাশকারী

৮৪. مَالِكُ الْمُلْكِ – মালিকুল মুলক্‌ – সার্বভৌম ক্ষমতার অধিকারী

৮৫. ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ – জুল জালালি ওয়াল ইকরম – মর্যাদা ও ঔদার্যের প্রভু

৮৬. الْمُقْسِطُ – আল-মুক্বসিত – ন্যায়পরায়ণ, প্রতিদানকারী

৮৭. الْجَامِعُ – আল-জামি’ – একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী

৮৮. الْغَنِيُّ – আল-গ’নিই – ঐশ্বর্যবান, স্বতন্ত্র

৮৯. الْمُغْنِي – আল-মুগ’নি – সমৃদ্ধকারী, উদ্ধারকারী

৯০. الْمَانِعُ – আল-মানি’ – প্রতিরোধকারী, রক্ষাকর্তা

৯১ الضَّارُّ – আদ্দর – যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী

৯২. النَّافِعُ – আন-নাফি’ – অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী

৯৩. النُّورُ – আন-নূর – আলোক

৯৪. الْهَادِي – আল-হাদী – পথপ্রদর্শক

৯৫. الْبَدِيعُ – আল-বাদী’- অতুলনীয়, অনিধগম্য

৯৬. الْبَاقِي – আল-বাকী – অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়

৯৭. الْوَارِثُ – আল-ওয়ারিস’ –  সবকিছুর উত্তরাধিকারী

৯৮. الرَّشِيدُ – আর-রশীদ – সঠিক পথের নির্দেশক

৯৯. الصَّبُورُ – আস-সবূর – ধৈর্যশীল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button