অ্যাসাইনমেন্ট

এক দেখায় গানের লিরিক্স [Ek Dekhay Lyrics] বাংলা

প্রিয় পাঠক বন্ধু আমরা জানতে পেরেছি আপনারা অনেকেই এক দেখায় গানটির লিরিক্স সম্পর্কে জানতে আগ্রহী এ ক্ষেত্রে অনলাইনে অনুসন্ধান করছেন। তাইতো আমরা আজকের গানটির লিরিক্স নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। ইমরানের কন্ঠে গাওয়া খুবই সুন্দর একটি গান হচ্ছে এটি। গানটির কথা ও সুর অসম্ভব সুন্দর পাশাপাশি ইমরানের কন্ঠে গাওয়া অনেকেই গানটি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হয়েছেন।

এক্ষেত্রে আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাদের এই গানটি সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি গানটির কথা দিয়ে সহযোগিতা করব। সুতরাং আপনারা যারা এক জায়গায় গানটির লিরিক সম্পর্কে অনুসন্ধান করে আমাদের ওয়েবসাইটটিতে এসেছেন তারা সঠিক ওয়েবসাইটে এসেছেন বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি আমরা গানটির লিরিক্স দিয়ে সহযোগিতা করব আপনাদের।

এক দেখায় গানের লিরিক্স

বর্তমান সময়ে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে নারী প্রকাশের সাথে সাথেই বেশ আলোচনায় এসেছেন। সুতরাং আপনারা যারা এই গানটির লিরিক্স পাওয়ার জন্য অনলাইনে এসেছেন তারা অবশ্যই এখান থেকে লিরিক সম্পর্কে জানতে পারবেন ইমরানের কন্ঠে গাওয়া বেশকিছু গানের লিরিক্স আমরা প্রদান করেছি আমাদের ওয়েবসাইটে তাই আজকে এখান থেকে আপনি ইমরানের কন্ঠে গাওয়া গান লিরিক্স পেতে চলেছেন। নিচে প্রদান করা হচ্ছে আপনার প্রয়োজনীয় তথ্য।

Song: Ek Dekhay
Singers: Imran Mahmudul & Porshi
সুরঃ ইমরান মাহমুদুল
কথাঃ স্নাহাশীষ ঘোষ
Cast: Imran & Porshi
লেবেল: CMV
এই মন গলে, পড়েছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়
সুখ বলে কিছু থাকে যদি এই পৃথিবীতে
তার সবই যেন আছে তোর ওই চোখের মণিতে
এই মন গলে, পড়েছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়
তোর হাসি থেকে যেন মুক্ত ঝরে পড়ে
তোর মায়াভরা মুখটা, খুব যে মনে ধরে
মনে কেন জানি তোকে চিনেছে ভীষণ
তুই ছাড়া লাগেনা আর কাউকে আপন
এই মন গলে, পড়েছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়
রাতজাগা স্বপনে আজ ঘুমটা গেছে চলে
মন সারাক্ষণই শুধু তোর কথা যে বলে
হাতে হাত রেখে তোকে বলছি যে শোন
আগলে রব যে তোকে সারাজীবন
এই মন গলে, পড়েছে ঢলে
তোর মনেরই কোলে, এক দেখায়
তোর বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়, নির্দ্বিধায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button