বিশ্ববিদ্যালয় ভর্তি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি বিজ্ঞপ্তি 2021-2022

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

কোভিড-১৯ সংক্রান্ত বৈশ্বিক মহামারীর কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্বাস্থ্য বিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা চারটি শিফটে গ্রহণ করা হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীদের মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা

  • এসএসসি: আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/ কারিগরি শিক্ষা বাের্ড থেকে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে।
  • এইচএসসি: প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/ মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন তিনটি বিষয়ে মােট ৩০০ নম্বরের মধ্যে ২৭০ পেয়ে উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় পাস অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস করতে হবে।
  • তবে আবেদনকারীদের ভিতর থেকে প্রথম ২৪০০০+ জন কে প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে।

 বিভাগ ও আসন সংখ্যা

পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠী ভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মােট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন সংখ্যা ১২১৫ টি।

 

আবেদন করার নিয়ম

ভর্তির নির্দেশিকা (Guideline) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.buet.ac.bd)-এ পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে তা অনলাইনে Submit করতে হবে। Submit করা শেষে একটি Application Serial No. প্রদান করা হবে এবং পরবর্তীতে এই নম্বরের বিপরীতে ‘সোনালী ব্যাংক অনলাইন পোর্টাল’, ‘সোনালী ব্যাংক Sonali eSheba মোবাইল অ্যাপ’, নগদ, রকেট, NexusPay, বা বিকাশ মোবাইল/ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি জমা দিতে হবে। অতঃপর আবেদনটি চূড়ান্তভাবে দাখিল (Final Submit) করতে হবে। প্রতিটি গ্রুপের জন্য প্রদেয় ফি-এর পরিমাণ নীচের ছকে উল্লেখ করা হল:

গ্রুপ বিভাগ আবেদন ফি
ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ১০০০/- টাকা (প্রাথমিক + চূড়ান্ত আবেদন)
ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ ১২০০/- টাকা (প্রাথমিক + চূড়ান্ত আবেদন)

আবেদনপত্র গ্রহণ, ভর্তি পরীক্ষা ইত্যাদির তারিখ ও সময়সূচী

 

৩১ মে ২০২১ শিফট ১ ক ও খ গ্রুপ সকাল ১০ টা থেকে ১১ টা
শিফট ২ ক ও খ গ্রুপ বিকাল ৩ টা থেকে ৪ টা
০১ জুন ২০২১ শিফট ৩ ক ও খ গ্রুপ সকাল ১০ টা থেকে ১১ টা
শিফট ৪ ক ও খ গ্রুপ বিকাল ৩ টা থেকে ৪ টা
১০ জুন ২০২১ মডিউল ‍A ক ও খ গ্রুপ গণিত, পদার্থ ও রসায়ন সকাল ১০ টা থেকে ১২ টা
মডিউল B  খ গ্রুপ মুক্তহস্ত অংকন এবং দৃষ্টিশক্তি ও ধীশক্তি যাচািই বিকাল ২ টা থেকে ৩.৩০ টা

click; কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড ২০২১- Current Affairs PDF 2021

 

  টাইমলাইন
 আবেদন শুরু : ১৫ এপ্রিল ২০২১ ( সকাল ১০ টা)

শেষ তারিখ : ২৪ এপ্রিল ২০২১ ( বিকাল ৩ টা)

আবেদন ফী প্রদানের শেষ তারিখঃ ২৪ এপ্রিল ২০২১ ( বিকাল ৩ টা)

প্রাক নির্বাচনী পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ ০৫ মে ২০২১

প্রাক নির্বাচনী পরীক্ষা : ৩১ মে ও ০১ জুন ২০২১

মূল ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ ০৫ জুন ২০২১

ভর্তি পরীক্ষাঃ ১০ জুন ২০২১

ভর্তি পরীক্ষার ফলাফলঃ ০১ জুলাই ২০২১

আবেদনের লিংক:  ugadmission.buet.ac.bd

ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচী BUET-এর নােটিশ বাের্ডে ও ওয়েবসাইটে যথাসময়ে জানানাে হবে

 

 

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির এর আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button