গানের লিরিক্স

ব্যবসার পরিস্থিতি গানের লিরিক্স (Bebshar Poristhiti Lyrics)

ব্যবসার পরিস্থিতি গানের লিরিক্স: সাম্প্রতিক সময়ের ভাইরাল একটি গান হচ্ছে ব্যবসার পরিস্থিতি। গানটির কথা মূলত ব্যবসার উপর ভিত্তি করে রাখা হয়েছে যেখানে সুন্দরভাবে বলা হয়েছে ব্যবসার বর্তমান পরিস্থিতির কথা। আর গানটির সুর সহ কথার কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছে বর্তমান সময়ে আলোচিত একটি গান হচ্ছে ব্যবসার পরিস্থিতি। অনলাইন জগতে ব্যাপক সাড়া ফেলেছে এই গান। এক্ষেত্রে আমরা আমাদের আলোচনার মাধ্যমে এই গানটির কথা আপনাদের মাঝে তুলে ধরব। ফেসবুক ইউটিউব tiktok সহ বিভিন্ন ক্ষেত্রে এই গানটি লক্ষ্য করা যাচ্ছে। সকলেই এই গানটি পছন্দ করছেন ব্যবসার বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই গানটির মাধ্যমে ।

এক্ষেত্রে আমরা আমাদের আলোচনার মাধ্যমে গানটি লেখক এর সাথে আপনার পরিচয় করিয়ে দেবো এবং গানটি গেয়েছেন যে শিল্পী তার সাথে পরিচয় করার পাশাপাশি গানটির লিরিক্স দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত হয়েছি আমরা। ভাইরাল গানগুলোর বিষয় সম্পর্কে আপনাদের মাঝে তথ্য প্রদান করে থাকি নিয়মিত এক্ষেত্রে আজকের আলোচনায় ব্যবসার পরিস্থিতি গানটির বিষয়ে তথ্য তুলে ধরব।

ব্যবসার পরিস্থিতি লিরিক্স

ব্যবসার বিষয়ের উপর ভিত্তি করে যে সমস্ত বিষয়ে আসেন সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে গানটি লেখা হয়েছে। এক্ষেত্রে অনেকেই গানটির লিরিক্স সম্পর্কে জানতে চাচ্ছে গানটি দ্রুত গাওয়ার কারণে অনেকেই সুন্দরভাবে গানটির কথাগুলো বুঝতে পারছেন না তাই আমরা আমাদের আলোচনার মাধ্যমে আপনাদের এই সহযোগিতা করার চেষ্টা করব গানটি সম্পূর্ণ লিরিক্স নিচে তুলে ধরা হচ্ছে।

ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিথি তিথি
আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই?
টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

ভাই এতলা টাকা এডভান্স দিয়া
নিজের শইলের শ্রম দিয়া
ব্যবসা কইরা কী লাভ মিয়া
টেকা ঘুরাই বাকি নিয়া

দেহাইতে হয় ময়না টিয়া
খাওয়াইতে হয় কাউয়া দিয়া
কথাটা হুনতে খারাপ
ব্যবসার * ব্যবসা নিয়া

কি ও বড় ভাই
আপনের দেহি খবর নাই
ভাবতাছি হারাইয়া গেছেন
নাকি বাল মইরাই গেছেন।

দূরও মিয়া কী কইতাছেন,
দূরও মিয়া কী কইতাছেন?
কওয়ার তো কারণ আছে
বাকি টেকার খবর নাই
টেকা দিবেন কবে?
আজকে নাইলে কালকে।।

ট্যাকা দিবি আজকে
বাকি নিয়া খাস ক্যা?
আজকে নাইলে কালকে
কালকে নাইলে পরশু
পরশু নাইলে টস্যু
সালার আমরা কী নস্যু?

আছে নেহি ফেবিকলের
চাইরশো মিলি আঠা?
আছে তো একদাম
সত্তুর ট্যাকা দাদা।

দইত মিয়া পাগল হইচেন
কী কইতাচেন যা তা?
রেট দিলাম ভাটা
সালা তারপরও কস টাটা
ভাই ষাইট টাকাই দিলে দেন
না দিলে মাল রাইখ্যা দেন
আপনার ট্যাকা মোড়াইয়া
জায়গা মতো রাইখ্যা দেন।

ফুটুনি করতে আহে
ভালো মন্দ চিনে না
আইয়া খালি আতাই বাজান
দাম হুইনা আর কিনে না।

কী খবর বস?
তোর বসে খাইছে লস
বারো ইন্সিত এক ফুট
তিন ফুটে এক গজ
লস খাইয়া গজ চিনবেন
ব্যবসা এতো সোজা বস?

আমি খাইছি ব্যবসাই লস
আমার লগেই মজা লস?
মালের দাম কী কমছে
নাকি আগের থেইকা জমছে?

হ আপনার লাইগ্যাই কমছে,
সত্যিই কস কমছে?
সত্যিই কস কমছে?
মালের দাম কি কমছে?
এদেশে কী মালের দাম
ভাই বাড়া ছাড়া কমছে?

দূরও এমন একটা লাইট দিলেন
লাইটটা গেলো কাইটটা,
আমার আবার এতো দূরে
আসা লাগলো হাইট্টা।

তোমার লাইট তো কাইট্টা
মাইনষের টা যায় ফাইট্টা
ওরে ডেইট দিয়ে, ঠেইট দিয়া
চেন্স কইরা দে লাইটটা।

কিছু কিছু প্রোডাক্ট আচে
মায়ে বানায় পুতে বেচে
কোম্পানি গারাইয়েচে
দোকানদার পড়ে প্যাঁচে।

কাস্টমার বেশী বুঝে
নিজের দোষে পেলেট মুছে
প্রথমে আইয়াই জিগাই
প্রাইসের ভিতর সার্ভিস আছে?

কীরে যৌবন লাল?
দুই পাউন্ড রং দে লাল,

তোর যে স্লিপ করুম?
মালিকরে কদ্দুর ভরুম?
আইজকা বেশী ভুরুম,
তোগো ভাই পেট না শোরুম?
ওগো তো খাইয়া অন্যাই
আর আমি না খাইয়াই ঘুরোম।

আরেকদিন আরেক হালায়
কিন্না নিচে রশি
রশি কিন্না যেই কাম করছে
রশি বেইচ্চা দোষি।

ব্যবসা হইলো টোপের খেলা
টোপের ভিতর বড়শি
দেড়শো টাকার ছাগল টানতে
দুইশো টাকার রশি

ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিথি তিথি
আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই?
টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

ব্যবসার যে পরিস্থিতি
নিজেই এখন তিথি তিথি
আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই?
টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button