ভ্যালেন্টাইন

ভালোবাসা দিবস নিয়ে কবিতা ২০২৩, ভালোবাসার নতুন কবিতা

প্রথমেই সকলকে জানাই ভালোবাসা দিবসের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকের এই পোস্ট। এই পোস্টে আমরা কথা বলব ভালোবাসা দিবস এর নতুন কিছু কবিতা সম্পর্কে। যে কবিতাগুলো অনেক সুন্দর এবং নতুন। এই কবিতাগুলো আমরা এমন এক জায়গা থেকে সংগ্রহ করেছি আশা করি এগুলো প্রতিটি মানুষের কাছে নতুন হবে। এ কবিতার লেখক অনেক ছোট মানুষ হলেও কবিতা গুলো খুবই সুন্দর। ভালোবাসা প্রকাশ করতে এ সকল কবিতা আপনারা ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে। হঠাৎ যারা ভালবাসা দিবস সম্পর্কে কবিতা অনুসন্ধান করেছেন তারা এই পোস্টের মাধ্যমে উপকৃত হবেন।

ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে অনেকেই এই কবিতাগুলো ব্যবহার করে থাকেন, সুতরাং আপনি যদি এই উদ্দেশ্য নিয়ে অনলাইনে কবিতা খুঁজে থাকেন তাহলে এখান থেকে এই ধরনের কবিতা পাওয়া সম্ভব। এছাড়া অনেকেই বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কবিতা পড়তে ভালোবাসে পছন্দ করে। কবিতা ভালবাসেন এমন ব্যক্তি আমাদের মধ্যে অনেক হয়েছে এ সকল ব্যক্তি গনের জন্য সুন্দর কিছু কবিতা উপহার দেওয়ার চেষ্টা করেছি।

ভালোবাসার নতুন কবিতা

ভালবাসার উপর ভিত্তি করে কিছু কবিতা আমরা সংগ্রহ করেছি যেগুলো সত্যিই অনেক ভালো। সেইসাথে কবিতাগুলোতে নতুনত্বের ছোঁয়া রয়েছে। নতুন কবিতা হিসেবে এর সকল কবিতা আপনারা পড়তে পারেন এবং চাইলে সোশ্যাল মিডিয়া কিংবা এসএমএস এর মাধ্যমে আপনার প্রিয় মানুষটিকে পড়াতে পারেন। যে সকল ব্যক্তি কবিতা পছন্দ করেন তাদের মাঝে এই সকল কবিতা প্রেরণ করলেন সত্যিই অনেক খুশি হবেন। কিংবা আপনার পছন্দের মানুষটির সাথে আপনার কথা বলার সুযোগ রয়েছে কিন্তু এখন পর্যন্ত বলতে পারেননি আপনি তাকে ভালবাসেন, আপনি চাইলেই এই ধরনের কবিতা পাঠিয়ে আপনার মনের কথা বুঝতে সহযোগিতা নিতে পারেন এই কবিতার দ্বারা। নিচে কবিতা দেওয়া রয়েছে।

ভালোবাসার মন ফাগুনে,
তোমার জন্য সুর বুনেছি।
সুরের সাথে তাল সাজিয়ে,
ছোট্ট একটি গান লিখেছি।
গানের ভাষায়, মনের আশায়
তোমার একটা নাম রেখেছি।
নামের সাথে যতন করে,
তোমায় অনেক ভালোবেসেছি।


মনের মাঝে শুধুই তুমি,
বাঁধানো সুখের বাগান,
সাজিয়ে গুছিয়ে রাখবো যে তা
রেখে বাজি নিজের প্রাণ।


থেকো পাশে হাতটি ধরে,
মন পাঁজরে রেখো।
সারা জীবন আপন ভেবে,
আমার হয়ে থেকো।


জীবন তরীর মাঝ সমুদ্রে,
ঢেউ যদি কভু আসে,
দুজন মিলে পাড়ি দেবো,
আমরা মিলে মিশে।

তুমি আমার রাতের আকাশের
উজ্জ্বল সুখতারা,
থাকবো দুজন খুশিতে এমন
হয়ে পাগলপাড়া।


ভালোবাসার অপর নাম,
তোমার নামেই লিখে নিলাম,
মুক্ত আকাশের চিলেকোঠায়
স্বর্ণাক্ষরে গেঁথে দিলাম।

ভালোবাসা দিবসের কবিতা

ভালোবাসা দিবসের উপর ভিত্তি করে কিছু কবিতা আমরা সংগ্রহ করেছি। এসকল কবিতা উদ্দেশ্য করে যারা অনলাইনে এসেছে তারা এখান থেকে এ ধরনের কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন। নিচে কবিতাগুলো আমরা তুলে ধরেছি সেখান থেকে আপনার পছন্দের এবং আপনার কাছে যে কবিতাটি ভালো মনে হবে সেটি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনীয় ক্ষেত্রে। তাই সকল কবিতা পড়ে আপনার পছন্দের কবিতা টি বেছে নিন।

বুক ভরা ভালোবাসা

মনসুর আজিজ

যদি নিতে চাও দিতে পারি বুক ভরা ভালোবাসা নদী

দিতে পারি চরাচর, পরিপাটি সবুজের সম্ভার

তরু বীথিকা স্বচ্ছ হীরক নিটোল দিঘির জল

যদি নিতে চাও দিতে পারি খোপায় গুঁজে

কামিনী গোলাপ বেলী জুঁই চামেলী

বকুলের মালা গলায় জড়িয়ে দিতে পারি; নিতে যদি চাও

বাবুইয়ের বাসা ভরা গান দিতে পারি; নিতে যদি চাও

লাল শাড়ি নীল পেড়ে রূপোর নূপুর রিনিঝিনি চুড়ি

আলতা রাঙানো পথ করে দিতে পারি; নিতে যদি চাও

যদি নিতে চাও, দিতে পারি সুরেলা বাঁশি

গয়না নাওয়ের ছইয়ে বসে ঢুলু ঢুলু মন

বালিহাঁস শটিবন পলি ভরা চর

কুলু কুলু ধ্বনি, পাড় ঘেঁষে সারি সারি গাঁও

ঘরবাড়ি গেরস্থালি উঠোন জুড়ে হাঁসের ছানার ছুটোছুটি

যদি নিতে চাও দিতে পারি দুহাতে যুগল পায়রা

উড়াতেও পারো, মেঘ কেটে নীল নীল সুনীল আকাশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button