কবিতা

রোমান্টিক প্রেমের কবিতা ও ভালোবাসার ছোট কবিতা

আপনি কি রোমান্টিক প্রেমের কবিতা খুঁজছেন ? যদি রোমান্টিক প্রেমের কবিতা অনুসন্ধান করে আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। বর্তমান সময়ে প্রেমের কবিতার ব্যবহার অনেক। প্রায় সকলেই কবিতা পছন্দ করে থাকেন। তাই প্রেমের ক্ষেত্রে সকলেই একটু একটু কবিতা ব্যবহার করেন। একেক সময় একেক জন একেক ধরনের কবিতা ব্যবহার করে। এদের মধ্যে বেশির ভাগ ব্যবহার হয় রোমান্টিক প্রেমের কবিতা। তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রোমান্টিক প্রেমের কবিতা গুলি।

প্রেমের জন্য সকলেই ছোট কবিতা ব্যবহার করেন। আর এ কারণেই আমরা প্রেমে ব্যবহৃত রোমান্টিক ছোট কবিতা গুলো আপনাদের জন্য সংগ্রহ করেছি। আশা করি কবিতাগুলো ভালো লাগবে। কবিতাগুলো পাওয়ার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নিন।

রোমান্টিক প্রেমের কবিতা

রোমান্টিক প্রেমের কবিতা গুলোর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে তাই। অনলাইনে এটির ব্যাপক সার্চ লক্ষ করছি। এত অনুসন্ধান করার পরেও তেমন কোনো ওয়েবসাইট ভালো রোমান্টিক প্রেমের কবিতা দিয়ে আপনাদের সহযোগীতা করতে পারছে না। মূলত এ কারণেই আজকের পোস্ট। আমরা রোমান্টিক কবিতা গুলো থেকে নির্বাচন করে বিশেষ ধরনের কবিতা গুলো আপনাদের সামনে উপস্থাপন করব।

আশা করি আমাদের দেওয়া রোমান্টিক প্রেমের কবিতা গুলো আপনাদের ভালো লাগবে। নিচে রোমান্টিক প্রেমের কবিতা গুলি দেওয়া রইল।

“দূরে গেলে তুমি,
হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়,
বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে,
একটাই শুধু চাওয়া
তােমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।”

“দিন ফুরাবে রাত ফুরাবে,
ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে,
ফুরিয়ে যাবে জান,
But তোমার জন্য ফুরাবে না,
আমার ভালোবাসার টান।
I LOVE YOU

রোমান্টিক প্রেমের কবিতা 2021
রোমান্টিক প্রেমের কবিতা 2021

ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।”

“আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ।”

“ফুলে ফুলে সাজিয়ে রেখেছি
এই মন,
তুমি আসলে দুজন মিলে
সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোডে দিবো
আনলিমিটেড ভালোবাসা।”

রোমান্টিক প্রেমের কবিতা 2022
রোমান্টিক প্রেমের কবিতা 2022

“রাতের আকাশে অনেক তারা
একলা লাগে তােমাকে ছাড়া।
শুধু ভাবি তােমার কথা।
কেমন আছাে আমাকে ছাড়া ?”

“পাখির ঠোঁটে চিঠি দিলাম,
তুমি খুলে পড়ো।
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধরো।
রাত জাগা পাখির মত
জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায়
কেমন আছো তুমি ?”

স্কুল লাইফে তোমায় দেখি
কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে
লিখেছি তোমার Name..

আজ ছন্দ মহলে
মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা
কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে
গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে
দুটি মনের বেকুলতা

শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই

আমার স্বপ্ন জলধারায় তুমি,
রিমঝিম সুরে ঝরা বৃষ্টি
আমার হৃদয় canvus জুড়ে,
তুমি ঈশ্বরের​ অপূর্ব সৃষ্টি

তুমি আমার রঙিন স্বপ্ন,
আমার চাঁদের আলো,
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কূল,
তুমি আমার ভালবাসার
শিউলি বকুল ফুল…

“ভালবাসা সপ্ন নীল
আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের
মত পবিত্র!!
কিন্তু সময়ের কাছে পরাজিত,
বাস্তবতার কাছে অবহেলিত।”

“তুমি যদি না বুঝো
বুঝবে আমায় কে।
তুমি যদি পর ভাবাে
আপন ভাববে কে।
তুমি যদি কষ্ট দাও
সুখ দিবে কে।
তুমি যদি ভুলে যাও
মনে রাখবে কে …!”

“SMS হয়ে থাকবাে আমি
তােমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবাে আমি
মিষ্টি মধুর সুরে,
কখনাে ভেবােনা আমি
তােমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি আমি
তােমার নয়ন জুড়ে।”

“মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে
ভালোবাসি বলতে চাই!
নৈঃশব্দের কোলাহলে..
শব্দ নিয়ে খেলতে চাই!”

“নীল আকাশে তারার মেলা
মধ্য রাতে চাঁদের খেলা।
স্নিগ্ধ সকাল শিশির ভেজা।
শুধু দেখো,
আমার প্রেমে কত মজা!!”

“ভালােবাসি ভালােবাসি,
সবাই বলতে পারে।
সত্যি কারের ভালােবাসা,
কজন দিতে পারে৷”

ভালোবাসার কবিতা

রোমান্টিক প্রেমের কবিতা অনুসন্ধানের পাশাপাশি ভালোবাসার কবিতা লিখে অনেকেই অনুসন্ধান করেন। তাদের জন্য এখানে আমরা কিছু ভালোবাসা নিয়ে কবিতা তুলে ধরব। এগুলো আপনারা চাইলে ফেসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন। আশা করি আমাদের দেওয়া ভালোবাসার কবিতা গুলো আপনার পছন্দ হবে ভালো লাগবে। অনেকেই রয়েছে এই ধরনের কবিতাগুলো পছন্দের মানুষদের এসএমএসের মাধ্যমে প্রেরণ করে থাকেন। তো আর কথা না বাড়িয়ে নিচে থেকে জেনে নিন ভালোবাসার কবিতা গুলো।

তোমার চোখ চেয়েছি বলে, এমন ডুবল আমার চোখ
অমন অথৈ জ্বলে রোজ, আমার ডুব সাঁতারটা হোক।
শোনো কাজল চোখের মেয়ে, আমি তোমার হব ঠিক
তুমি ভীষণ অকূল পাথার, আমি একরোখা নাবিক।
শোনো, জ্বল ছল ছল কাজল চোখের কন্যা সর্বনাশী,
আমি তোমায় ভালোবাসি।

জল জমে থাকা কাচে
জ্বর হয়ে থাকা আঁচে
তুমিও থাকো অসুখের মতো
কী ভীষণ ছোঁয়াচে!

এমন জলের রাতে নদী হই যদি
যদি—তোমাকে জমা রাখি বুক অবধি।
আধারের রং ছুঁয়ে তুমিও খানিক
আমায় জমিয়ে রেখো বুকের বাঁ দিক।

আমাদের এই দেখা সময়ের ভুল
তবু বুক ব্যথা-ভার, চক্ষু আকুল।

আবার যখন দেখা হবে, খানিক যদি থমকে যাই
বেলিফুলের গন্ধে কোথাও, একটুখানি চমকে যাই।

তাকিও তখন চোখ
হাসিমুখের বুকের ভেতর কে কেঁপে যায় শোকে!

তোমার জন্য কাপছে কেন মন
কাঁদছে কেন শূণ্য চোখের কোণ?
তোমার জন্য বুকের গহিন জুড়ে
আমার সময় নিঃশব্দ, নির্জন।

আমার তকেই ভাবা ভোর
চোখে শাপলা-শালুক ঘোর।
থাকুক শাপলা-শালুক ঘোর
থাকুক টুপ জেলেদের ভোর
থাকুক ছন্নছাড়া রাত
তর হাতের ভীতর হাত।

থাকুক তর পায়েতে পা
তুই অন্যতো কেউ না।

কিছুটা মেঘের মতো ছাড়া যদি নামে
কিছুটা বিষাদ আসে বিকেলের খামে
সকালের মিহি রোদে, রাত হয়ে যায়
জেনে নিও, খুঁজে আর পাবে না আমায়।

তোমার চুড়ির শব্দ থাকুক
লুকোচুরির পদ্য থাকুক
দূরেই থেকো তুমি।
এই বরষায়, কাপুক তবু
হৃদয় জলজভূমি।

যতটুকু চেয়েছি যেতে
ততটুকু হেঁটে এসে দেখি
ঢের পথ বাকি।

এ যেন জীবন
ষোল আনা কাটিয়ে দেখি
পুরোটাই ফাঁকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button