অ্যাসাইনমেন্ট

১ম সপ্তাহের – এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পেপার অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

১ম সপ্তাহের – এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পেপার অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পেপার অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ কোভিড ১৯ অতিমারির কারণে ১৮/০৩/২০২০ খ্রি. তারিখ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা নির্ধারিত পাঠাসূচি অনুযায়ী স্বাভাবিক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি এবং তাদের মূল্যায়নও করা যায়নি। শিক্ষা মন্ত্রণালয় এর বিকল্প হিসেবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

এরই অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠযপুস্তক বাের্ড (এনসিটিবি) ২০২২ সালের এইচএসসি পরীক্ষার জন্য শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে পুনর্বিন্যাস করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য এনসিটি বি কর্তৃক বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা (রুব্রিয়)সহ অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে।

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল নির্ণয় করা হবে। পুনর্কিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সপ্তাহ ভিত্তিক শিক্ষার্থী মূল্যায়ন বিবেনায় নিয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণযন করা হয়েছে।

 

সপ্তাহ শুরুর পুর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজগুলাে আপলােড করা হবে এবং সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে (সরাসরিঅনলাইনে) নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে।

এইচএসসি ১ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান ১ম পেপার অ্যাসাইনমেন্ট সমাধান

১ম সপ্তাহের – এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পেপার অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

১ম সপ্তাহের – এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পেপার অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নম্বর : ১

এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পেপার অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

তুমি 20 ms-1 বেগে একদম খাড়াভাবে একটি 400 gm ভরের ক্রিকেট বল উপরের দিকে ছুড়ে মারলে।

(ক) বলটির বেগ বনাম সময়ের গ্রাফ আঁকো।

(খ) গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত।

(গ) ঐ বিন্দুতে ত্বরণ কত?

খুব শীঘ্রই উত্তর দেওয়া হবে।

(ঘ) ঐখানে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মােট বল কত?

(ঙ) Fig-1 এ 1.5 kg ভরটি একটি টেবিলের উপর স্থির অবস্থানে আছে। 2 kg ভরের আরেকটি ভর একটি অসম্প্রসারণশীল সূতা দিয়ে ঝােলানাে হলাে। টেবিল ও 1.5 kg ভরের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক 0.2

খুব শীঘ্রই উত্তর দেওয়া হবে।

(১) ভরদ্বয়ের ত্বরণ কত? সুতাটি অসম্প্রসারণশীল না হলে তােমার উত্তরের কী পরিবর্তন হতাে?

(২) সূতার টান কত?

(৩) 2 kg ভরের সরণ বনাম সময় গ্রাফ আঁকো? শিখনফল বা বিষয়বস্তু

১। অবস্থানসময় ও বেগসময় লেখচিত্র বিশ্লেষণ করতে পারবে।

২। পড়ন্ত বস্তুর সূত্র ব্যাখ্যা করতে পারবে।

৩। বলের স্বত্তমূলক ধারণ ব্যাখ্যা করতে পারবে।

খুব শীঘ্রই উত্তর দেওয়া হবে।

সকল সপ্তাহের সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button