অ্যাসাইনমেন্ট

৭ম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ৩য় সপ্তাহের

৩য় সপ্তাহের-৭ম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১

তোমরা যারা সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান তৃতীয় সপ্তাহ 2021 এর অপেক্ষায় তাদের জন্য গণিত অ্যাসাইনমেন্ট নবম শ্রেণির উত্তর নিয়ে আসা হলো। আপনাদের সুবিধার্থে গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তর সুন্দরভাবে উপস্থাপন করা হলো।

বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান লেখার আগে তোমরা গণিতের প্রশ্ন গুলো পড়ে নিবা। ৩য়-সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর গুলো অনেক সহজ।

বিষয়ঃ গণিত

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-০১;

অধ্যায় ও অধ্যায়ের শিরোনামঃ প্রথম অধ্যায়, মূলদ ও অমূলদ সংখ্যা;

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তুঃ

১. সংখ্যার বর্গ ও বর্গমূল;

২. উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল;

৩. সংখ্যার বর্গমূল নির্ণয়;

৪. মূলদ ও অমূলদ সংখ্যা;

৫. সংখ্যারেখায় মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর।
২. একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানাে যায় কিন্তু বর্গাকারে সাজানাে যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানাে যাবে, তা নির্ণয় কর।
সপ্তম শ্রেণির গণিত এ্যাসাইনমেন্ট ১ লেখার নির্দেশনাঃ

১. উৎপাদক ও ভাগ প্রক্রিয়ায় সংখ্যাটির বর্গমূল নির্ণয় করবে।
২. প্রদত্ত সংখ্যাগুলাের ল.সা.গু. নির্ণয় করে, সারিতে সাজানাে সৈন্য সংখ্যা বের করবে। প্রাপ্ত সৈন্য সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদকের জোড়া তৈরির মাধ্যমে পূর্ণ বর্গসংখ্যা তৈরি করে সৈন্য সংখ্যা নির্ণয় করবে।

মূল্যায়ন রুব্রিক্সঃ

বর্গসংখ্যা লিখন;
উৎপাদক ও ভাগ প্রক্রিয়ায় সংখ্যাটির বর্গমূল নির্ণয়;
সারিতে সাজানাে সৈন্যসংখ্যা নির্ণয়;
বর্গাকারে সাজানাে সৈন্য সংখ্যা নির্ণয়;

সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান ২০২১

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান পেতে চায়। তাই তাদের সুবিধার কথা চিন্তা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড থেকে প্রকাশিত সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সমাধান দিয়েছি আমরা। সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের জন্য। তাই আজকের এই পোস্ট থেকে দেখে নিন সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট।

১নং প্রশ্নের উত্তর

মনে করি তিন অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা ১৪৪।

দুটি পক্রিয়ায় ১৪৪ এর বর্গমূল নির্ণয় নিচে দেখানো হলো

উৎপাদক প্রক্রিয়াঃ

১৪৪ কে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকে বিশ্লেষণ করে পাই

১৪৪= ২×২×২×২×৩×৩

= (২×২)×(২×২)×(৩×৩)

প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক বা উৎপাদক নিয়ে পাই ২×২×৩=১২

∴ ১৪৪ এর বর্গমুল √১৪৪ = ১২

ভাগ প্রক্রিয়াঃ

ভাগের সাহায্যে ১৪৪ এর বর্গমূল নির্ণয়

∴ নির্ণেয় ১৪৪ এর বর্গমুল  √১৪৪ = ১২

২নং প্রশ্নের উত্তর
সৈন্য দলটিকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায়। তাই ঐ সৈন্য সংখ্যা ৯,১২ ও ২০ দ্বারা বিভাজ্য। এরুপ ক্ষ্রদ্রতম সংখ্যা ৯, ১২, ও ২০ এর ল,সা,গু
সপ্তম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ সৈন্য দল
∴ ল,সা,গু = ২×২×৩×৩×৫= ১৮০
প্রাপ্ত ল,সা,গু ১৮০ দ্বারা ৯, ১২, ও ২০ সৈন্য দলকে সাজানো গেলেও বর্গাকারে সাজানো যায় না। কারণ ১৮০ বর্গ সংখ্যা নয়।
এখন ১৮০ বা ২×২×৩×৩×৫ কে বর্গ সংখ্যা করতে হলে ল,সা,গু কে কমপক্ষে ৫ দ্বারা গুণ করতে হবে।
∴ সৈন্য সংখ্যাকে ৫ দ্বারা গুণ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে।

এখানে দেখুনঃ 

নবম (৯ম) শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ২য় সপ্তাহ ।

নবম (৯ম) শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ১ম সপ্তাহের

৬ষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ৩য় সপ্তাহের

নবম শ্রেণির উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ৩য় সপ্তাহের

শেষ কথা

আপনাদের ৭ম শ্রেণির  গণিত অ্যাসাইনমেন্টের ৩য় সাপ্তাহর উত্তর।এটা দেখে দেখে সুন্দর করে খাতায় লেখেবেন। তাহলে আপনি ভাল একটা মার্কস্ পাবেন।আর যদি তোমরা আমার পোস্টটি থেকে উপকৃত হয় তাহলে অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের সকল বন্ধু-বান্ধবীদের লিংক দিবা ।তোমাদের কাছে এত টুকুই চাওয়া।ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button