অ্যাসাইনমেন্ট

৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট ৫ম সপ্তাহ | 5th week science assignment class 8

৫ম সপ্তাহ-৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট

৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট ৫ম সপ্তাহ | 5th-week science assignment class 8

 

সাপ্তাহর অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রকাশ করা হয়েছে। আজকের এই আর্টিকেলে আমরা ৫ সাপ্তাহর  বিজ্ঞান অ্যাসইনমেন্টের সমাধান করব। যদি আপনারা বিজ্ঞান অ্যাসইনমেন্টের এই উত্তর গুলাে অরুসরণ করেন তাহলে ১০০% মার্কস পাবেন। আরাে সকল সাপ্তাহর অ্যাসাইনমেন্টে পেতে আমাদের সাথে থাকবেন আশা করি।

 

প্রশ্ন:

(১) নং প্রশ্নঃ পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন? ব্যাখ্যা কর।

(২) নং প্রশ্নঃ পৃথিবীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর।

(৩) নং প্রশ্নঃ একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলাে করো।

৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর:

 

(১) নং প্রশ্নঃ পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন? ব্যাখ্যা কর

উত্তর: অভিকর্ষজ ত্বরণ ওপর থেকে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার। বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ এর উপর নির্ভর করে। যে সকল

কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর ওজন পরিবর্তিত হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ

বিভিন্ন হওয়ার কারণগুলাে ব্যাখ্যা করা হলােঃ

অভিকর্ষের কারণে ওপর থেকে ছেড়ে দেওয়া বস্তু ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় এবং যতই ভূপৃষ্ঠের (তথা ভূ-কেন্দ্রের) নিকটবর্তী হয়

এর পতনের বেগ বৃদ্ধি পেতে থাকে। পতনকালে প্রতি সেকেন্ডে বেগ যতটুকু বৃদ্ধি লাভ করে তাই অভিকর্ষজ ত্বরণ হিসেবে পদার্থ

বিজ্ঞানে অভিহিত। অভিন্ন বস্তু তথা একই ভরের বস্তু পতনকালে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ত্বরণ পরিলক্ষিত হয়। ভূ-কেন্দ্রের

নৈকট্যের কারণে ত্বরণ বৃদ্ধি পায়। পৃথিবীর আকৃতি যেহেতু গােলাকার নয় সেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল

স্থানসমূহের দূরত্ব সমান নয়। অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। তাই পৃথিবীর বিভিন্ন স্থানে

অভিকর্ষজ ত্বরণের মান ভিন্ন ভিন্ন হয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে সেখানে অভিকর্ষজ ত্বরণের মান

সবচেয়ে বেশি (৯.৮৩২১৭ ms-2) হয়। বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ অপেক্ষাকৃত বেশি বলে অভিকর্ষজ তরণের মান অপেক্ষাকৃত

কম (৯.৭৮০৩৯ ms-2) হয়। ক্রান্তীয় অঞ্চলে এর মান ৯.৭৮৯১৮ ms-2।

 

(২) নং প্রশ্নঃ পৃথিবীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর।

উত্তরঃ পৃথিবীতে আমার ভর ৫০ কেজি কিন্তু চাঁদে আমার ওজন কমে যাওয়ার কারণ হলাে ভূপৃষ্ঠ থেকে আমি যত উপরে উঠব

অভিকর্ষজ ত্বরণ ততই কমতে থাকবে। ফলে আমার ওজনও কমতে থাকবে । চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর ছয়

ভাগের এক ভাগ সুতরাং চাঁদে ১ কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় ১.৬৩ নিউটন (N)। পৃথিবীতে আমার ভর ৫০ কেজি কেজি

হয় তাহলে চাঁদে আমার ওজন হবে (৫০ X ১.৬৩) = ৮১.৫ নিউটন (N)। কারন মধ্যাকর্ষণ বল পরিবর্তন হলে ওজন পরিবর্তন

হবে । পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য হয় তাই সেখানে বস্তুর ওজন শূন্য হয়। আর মহাশূন্যে কোন বস্তুর ওজন শূন্য হলে

তখন ঐ বস্তুর উপর কোন মহাকর্ষ বল কাজ করে না। চাঁদে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করা হয় বলে

চাঁদে আমার ত্বরণ শূন্য। হয়। যার ফলে চাঁদের পৃষ্ঠে কোন বল প্রয়ােগ করতে হয় না। বল প্রয়ােগ না করার ফলে আমার ওজন

এর বিপরীতে কোন প্রতিক্রিয়া বল অনুভব করিনা। তাই আমি ওজনহীনতা অনুভব করি।

 

(৩) নং প্রশ্নঃ একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলাে করো।

উত্তরঃ

(i) গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করলাম। লক্ষ্য করলাম পাথরটিকে খুব কাছে মনে হচ্ছে। কিন্তু বাস্তবে পাথরটি গ্লাসের তলায় রয়েছে। আসলে এখানে আলাের প্রতিসরণের অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। যার ফলে গ্লাসের উপর থেকে দেখলে পাথরটিকে পানির খুব কাছে মনে হচ্ছে।

(ii) কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করলাম। লক্ষ্য করলাম পাথরটিকে খানিকটা উপরে, দৈর্ঘ্যে কম এবং মােটা মনে হচ্ছে। আসলে আলাের প্রতিসরণের ফলে এমন হচ্ছে। এখানে ঘন মাধ্যমে পানি থেকে আলাে প্রতিসরিত হয়ে হালকা মাধ্যমে আমার চোখে প্রতিফলিত হচ্ছে। যার ফলে পাথরটির নিমজ্জিত অংশের প্রতিটি বিন্দু উপরে উঠে আসে।

(iii) গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে পাথরটিকে দেখার চেষ্টা করলাম। লক্ষ্য করে দেখলাম যে পাথরটিকে বেশ ছােট মনে হচ্ছে। আসলে আলাের প্রতিসরণের কারণে | পাথরটিকে ছােট মনে হচ্ছে। বস্তুতপক্ষে পাথরটির আকার ঠিকই আছে।

এখানে দেখুনঃ 

নবম (৯ম) শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ২য় সপ্তাহ ।

নবম (৯ম) শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ১ম সপ্তাহের

৬ষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ৩য় সপ্তাহের

নবম শ্রেণির উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ৩য় সপ্তাহের

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ২০২১
৮ম শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ – ৩য় সপ্তাহের
আধুনিক পর্যায় সারণী পর্যায় সারণি মনে রাখার সহজ উপায় |

 

এটা হচ্ছে আপনাদের ৮ম শ্রেণীর 5th week ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তর।এটা দেখে দেখে সুন্দর করে খাতায় লেখেবেন। তাহলে আপনি ভাল একটা মার্কস্ পাবেন। ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button