অ্যাসাইনমেন্ট

Class 8 Assignment-5 || Science || ৮ম শ্রেণির এ্যাসাইনমেন্ট-৫ ||বিজ্ঞান

৫ম সাপ্তাহর অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রকাশ করা হয়েছে। আজকের এই আর্টিকেলে আমরা ৫ম সাপ্তাহর ৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসইনমেন্টের সমাধান করব। যদি আপনারা ৮ম  শ্রেণির ইংরেজী অ্যাসইনমেন্টের এই উত্তর গুলাে অরুসরণ করেন তাহলে ১০০% মার্কস পাবেন। আরাে সকল সাপ্তাহর অ্যাসাইনমেন্টে পেতে আমাদের সাথে থাকবেন আশা করি।

প্রশ্ন:

১) পৃথিবীর বিশি৷ স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা কর।

উত্তর : অভিকর্ষজ ত্বরণ বলতে অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ত কোনাে বস্তুর বেগ বৃদ্ধির হারকে বােঝায় । একে g দ্বারা প্রকাশ করা হয় । এর SI একক হলাে মিটার/সেকেন্ড (m/s°)।এটি বস্তুর ভরের উপর নির্ভর করে না । এটি পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে । অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয় ।

২) পৃথিবীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা। কর।

উত্তর :  চাঁদে আমার ওজন হ্রাস পাবে। কেননা, বস্তুর ভর একটি ধ্রুব রাশি। কিন্তু বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভর করে। যে কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সে কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে । বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়। অর্থাৎ কোনাে বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য, তাই সেখানে বস্তুর ওজনও শূন্য। কিন্তু চাঁদের মাধ্যাকর্ষণজনিত তুরণের মান প্রায় পৃথিবীর ৪ ভাগ। আবার, কোনাে বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। যদি দূরত্ব বাড়ানাে হয় তাহলে তার উপর পৃথিবীর আকর্ষণ কমে যায়, ফলে বস্তুর ওজন হ্রাস পায়।

আমরা জানি,ওজন=ভরxঅভিকর্ষজ ত্বরণ

অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন হলেই আমার ওজন পরিবর্তন হয়ে যাবে।

পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ ৯.৮ মিটার।

তাহলে চাদে অভিকর্ষজ ত্বরণ৯.৮: ৬=১.৬৩ মিটার।

পৃথিবীতে আমার ওজন = ৫০x৯.৮ নিউটন

=৪৯০

নিউটন চাদে আমার ওজন =৫০x১.৬৩ নিউটন।
=৮১.৫

নিউটন। সুতরাং আমি বলতে পারি যে, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের কারণে চাদে আমার ওজন কমে গিয়েছে।

৩) একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও৷ এবার গ্লাসের মধ্যে একটি পাথর | ফেলে দাও। এবার নিচের কাজগুলাে কর।

উত্তর : একটি চকচকে কাচের গ্লাসে কিছু পানি নিয়ে পর্যবেক্ষণ করলেনিম্নোক্ত ফলাফল আসে….

i) স্বচ্ছ পানিতে উপর থেকে গ্লাসের নিচে তাকালে আলাের প্ৰতবসরণের কারণে গ্লাসের নিচে থাকা পাথরটিকে কাছে এবং উপরে মনে হয় । পাথরের সত্যিকার আয়তন থেকে অনেক বড় মনে হয়।আলাে যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের ঘনত্বের কারণে এরূপ পরিবর্তন হয় এবং খানিকটা উপরে ও মােটা দেখায়।

ii) গ্লাসটিকে তির্যকভাবে দেখলে দেখা যায় পাথরটি কাছে ও উপরে মনে হয় । আলাের প্রতিসরণের কারণে এরূপ ঘটে । পানি(ঘন মাধ্যম) থেকে বায়ু(হালকা মাধ্যম)
দিয়ে আমার চোখে আসলে আলাের প্রতিসরণ অনুসারে পাথরটি মােটা ও উপরে মনে হয়।

iii) নিচ থেকে দেখলেও কোন পরিবর্তন হবে না। পাথরটি একই আকৃতি থাকবে।কারণ নিচ থেকে দেখলে প্রতিসরণ কাজ করবে না। যার জন্য পাথরের আকৃতি একই থাকবে ।

এটা হচ্ছে আপনাদের নবম শ্রেণির  5th week  বাংলা অ্যাসাইনমেন্টের উত্তর।এটা দেখে দেখে সুন্দর করে খাতায় লেখেবেন। তাহলে আপনি ভাল একটা মার্কস্ পাবেন। ধন্যবাদ সবাইকে।

4 Comments

  1. Greetings! Very helpful advice within this post! It is the little changes that produce the biggest changes. Many thanks for sharing! Daile Dalt Hester

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button