অ্যাসাইনমেন্ট

Class 9 Physics Assignment-2 || ৯ম শ্রেণির পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট || পদার্থবিজ্ঞান

Class 9 Physics Assignment-2 || ৯ম শ্রেণির পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট || পদার্থবিজ্ঞান

৯ম শ্রেণির পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রকাশ করা হয়েছে। আজকের এই আর্টিকেলে আমরা Assignment-2 ||৯ম শ্রেণির পদার্থবিজ্ঞান অ্যাসইনমেন্টের সমাধান করব। যদি আপনারা ৯ম  শ্রেণির পদার্থবিজ্ঞান অ্যাসইনমেন্টের এই উত্তর গুলাে অরুসরণ করেন তাহলে ১০০% মার্কস পাবেন। আরাে সকল সাপ্তাহর অ্যাসাইনমেন্টে পেতে আমাদের থাকবেন সাথে আশা করি।

 

◊প্রশ্ন — উত্তর◊


ক) চাসকেলের সূত্র বিবৃত কর।

উত্তর: প্যাসকেলের সূত্রটি হলাে: “আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনাে অংশের ওপর বাইরে থেকে চাপ প্রয়ােগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়াকরে।”

খ) নং প্রশ্নঃ নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখা কর।

উত্তর: তরল পদার্থের ভিতরে কোন বিন্দুতে চাপ বলতে ঠিক ঐ বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বুঝায়।

আমরা জানি,
চাপ p = hPg

এখন নির্দিষ্ঠ গভীরতায়, p xp[ :: hও g ধ্রুবক]

সুতরাং যে তরলে ঘনত্ব বেশি সে তরলের চাপ বেশি, নিদিষ্ট গভীরতায় ঘনত্ব ও চাপ। পরস্পর সমানুপাতিক। তরলের ঘনত্বের ওপর চাপ নির্ভর করে। তাই নিদিষ্ট গভীরতায় চাপ তরলের ঘনত্ব উপর নির্ভরশীল।

 

গ) নং প্রশ্নঃ সঠিক সূত্র লিখে বস্তুটির ঘনত্ব নির্ণয় করতে পার।

উত্তর:

   অতএব, উদ্দীপকের বস্তুর ঘনত্ব = 5000kgm−3।

 

ঘ) কিনাগাণিতিক বিশ্লেষণসহ মতামত দও

উত্তর:  আর্কিমিডিসের নীতি অনুসারে,

বস্তুর হারানাে ওজন = বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন

অতএব, উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে।

 

আপনাদের নবম শ্রেণির  Physics  অ্যাসাইনমেন্টের-2 উত্তর।এটা দেখে দেখে সুন্দর করে খাতায় লেখেবেন। তাহলে আপনি ভাল একটা মার্কস্ পাবেন। ধন্যবাদ সবাইকে।

 

 

16 Comments

  1. Hello my friend! I wish to say that this article is amazing, nice written and include almost all significant infos. I would like to peer extra posts like this . Phyllis Somerset Livi

  2. There are absolutely a great deal of information like that to think about. That is a wonderful indicate raise. I offer the ideas over as basic ideas yet plainly there are questions like the one you raise where one of the most vital thing will be operating in truthful good faith. I don?t recognize if finest techniques have arised around things like that, yet I make sure that your task is plainly recognized as a fair game. Both boys and women really feel the effect of just a moment?s satisfaction, for the rest of their lives. Gretchen Keene Armanda

  3. I just could not depart your web site before suggesting that I actually loved the usual information a person supply in your guests? Is gonna be again incessantly to check out new posts Agace Hal Roswell

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button