বাংলা রচনা

Class 9 Physics Assignment 3 Week 6 (নবম শ্রেণি পদার্থ বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ৩) : ৬ষ্ঠ সপ্তাহ

৬ষ্ঠ সাপ্তাহর অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রকাশ করা হয়েছে। আজকের এই আর্টিকেলে আমরা ৬ষ্ঠ সাপ্তাহর ৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান অ্যাসইনমেন্টের সমাধান করব। যদি আপনারা ৯ম  শ্রেণির পদার্থ বিজ্ঞান অ্যাসইনমেন্টের এই উত্তর গুলাে অরুসরণ করেন তাহলে ১০০% মার্কস পাবেন। আরাে সকল সাপ্তাহর অ্যাসাইনমেন্টে পেতে আমাদের থাকবেন সাথে আশা করি।

 

প্রশ্ন:

 

৬ষ্ঠ সাপ্তাহর ৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান অ্যাসইনমেন্টের সমাধান করব


 

ক) তাপধারণ ক্ষমতা কাকে বলে?

উত্তর : কোনাে বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে তাপের প্রয়ােজন হয় তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে।

 

খ) মাটির কলসিতে পানি ঠাণ্ডা থাকে কেন? ব্যাখ্যা কর।

উত্তর :মাটির কলসির গায়ে লাখ লাখ ছােট ছােট ছিদ্র থাকে। খালি চোখে এই ছিদ্রগুলি
দেখা যায় না। ওই ছিদ্রগুলাে দিয়ে পানি চুইয়ে কলসির বাইরে চলে আসে। | তারপর বাষ্প হয়ে আকাশের দিকে উড়ে যেতে চায়। কিন্তু উড়তে গেলে তাপের দরকার হয়। তাপের কারণে পানি বাষ্প হয়, অর্থাৎ পানি বাষ্প হতে গেলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ গ্রহণ করতে হয়। বাষ্প হওয়ার জন্য পানির যে তাপের দরকার, তা মাটির কলসির ভেতরের পানি থেকে ‘আসে। ফলে  কলসির ভেতরের পানির তাপ কমে যায় এবং সে কারণে পানি ঠাণ্ডা থাকে।

 

গ) বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় কর।

উত্তর :দেওয়া আছে,

বস্তুটির ভর, m= 50 g = 0.05 kg

বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ, S= 1500 Jkg-1K-1

বস্তুর আদি তাপমাত্রা, T= 120°C

মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা, T2= 30°C [বস্তুর চূড়ান্ত তাপমাত্রা]

.:. বস্তুর তাপমাত্রা হ্রাস পায়।

তাহলে, বস্তু দ্বারা বর্জিত তাপ, Q = mS(Ti-T2)

⇒Q = 0.05kg x1500.Jkg-1 K-1 x 90K

⇒Q=6750.J (Answer)

 

ঘ) উপরােক্ত তথ্যগুলাে ক্যালরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

উত্তর : উদ্দীপকের মােট গৃহীত তাপ মােট বর্জিত তাপের সমান হলে, ঘটনাটি তাপ পরিমাপের মূলনীতিকে সমর্থন করবে
গাণিতিক বিশ্লেষণ:

“গ” হতে পাই, বস্তু দ্বারা বর্জিত তাপ, Q = 6750J

আবার, ক্যালরিমিটারের ভর, m= 50g = 0.05 kg

ক্যালরিমিটারের উপাদানের আপেক্ষিক তাপ, S1 = 900 Jkg-1K-1

ক্যালরিমিটারের প্রাথমিক তাপমাত্রা, T1= 20°C

ক্যালরিমিটারের চূড়ান্ত তাপমাত্রা, T2= 30°C

ক্যালরিমিটার কর্তৃক গৃহীত তাপ, Q1 = m1S1 (T2- Ti)

বা, Q = 0.05 kg x 900 Jkg-1K-1 x (30–20)k

.:. Q = 450

আবার, পানির ভর, m2 = 150gm = 0.15 kg

পানির আপেক্ষিক তাপ, S2 = 4200 Jkg-1K-1

পানির প্রাথমিক তাপমাত্রা, T2= 20°C

পানির চূড়ান্ত তাপমাত্রা, T2 = 30°C

পানি কর্তৃক গৃহীত তাপ, Q2 = m2S2(T2- T1,)

বা, Q2 = 0.15 kg x 4200 Jkg-1K-1(30 – 20)K

বা, Q2 = 6300J

.:. মােট গৃহীত তাপ = Qı + Q2
= (450 + 6300) J
= 6750 J

মােট বর্জিত তাপ, 9 = 6750 J

.: গৃহীত তাপ = বর্জিত তাপ

অতএব, উদ্দীপকের ঘটনাটি তাপ পরিমাপের মূলনীতিকে সমর্থন করে।

 

 

আপনাদের ৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের ৬ষ্ঠ সাপ্তাহর উত্তর।এটা দেখে দেখে সুন্দর করে খাতায় লেখেবেন। তাহলে আপনি ভাল একটা মার্কস্ পাবেন। ধন্যবাদ সবাইকে।

10 Comments

  1. When I initially commented I appear to have clicked the -Notify me when new comments are added- checkbox and from now on whenever a comment is added I recieve four emails with the exact same comment. Is there an easy method you are able to remove me from that service? Thank you! Kaycee Egon Harrell

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button